ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

সম্রাটের অবৈধ সম্পদের মামলায় জামিন বাতিলের আবেদন

  • আপডেট সময় : ১২:১৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন স্থগিত ও বাতিল চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের বেঞ্চে জামিন বাতিলের আবেদন করে দুর্নীতি বিরোধী সংস্থাটি। আজ মঙ্গলবার এ আবেদনের ওপর শুনানি হবে। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এ তথ্য জানিয়েছেন। ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট সব মামলায় জামিন পাওয়ার পর ১১ মে মুক্তি পান।
সর্বশেষ ১১ মে (বুধবার) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় জামিন পান সম্রাট। এর আগে অস্ত্র, মাদক ও অর্থপাচারের মামলায় জামিন পান ক্যাসিনো সম্রাট খ্যাত সম্রাট। সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। ১১ মে সর্বশেষ জামিন পাওয়ার পর ওইদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কারা কর্মকর্তা জামিনের কাগজ নিয়ে বিএসএমএমইউয়ের সিসিইউতে চিকিৎসাধীন সম্রাটকে নিয়ম-কানুন মেনে জামিনে মুক্ত করেন। এ সময় তার পাহারায় থাকা কারারক্ষীদের সরিয়ে নেয়া হয়। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে তাকে জামিনে মুক্তি দেয়া হয়। সম্রাটের আইনজীবী মো. হাবিবুর রহমান জানান, তিন শর্তে দুদুকের মামলায় সম্রাটের জামিন দিয়েছেন আদালত। এগুলো হলো- আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করা যাবে না। পাসপোর্ট জমা দিতে হবে এবং স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন আদালতের ধার্যকৃত পরবর্তী তারিখে জমা দিতে হবে।
সম্রাটের উন্নত চিকিৎসা দরকার: বিএসএমএমইউ পরিচালক : বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের হার্টের অবস্থা স্বাভাবিক নয় উল্লেখ করে তার উন্নত চিকিৎসা দরকার বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, সম্রাটের চিকিৎসা দেশেও হতে পারে, আবার চাইলে বিদেশেও হতে পারে।
গতকাল সোমবার বিএসএমএমইউ পরিচালক গণমাধ্যকর্মীদের এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, সম্রাটকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিতে আরও তিন থেকে চারদিন সময় লাগবে। তার হার্টের অবস্থা এখনো স্বাভাবিক নয়। তার চিকিৎসার বিষয়ে বোর্ড সভা হয়েছে। উন্নত চিকিৎসার বিষয়টি সভায় সিদ্ধান্ত হয়েছে। সম্রাট কখন হাসপাতাল ছাড়বেন সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি হাসপাতাল পরিচালক। তিনি বলেন, তার পরিবার চাইলে সম্রাটকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও নিতে পারবেন।
গত ১১ মে বুধবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তিন শর্তে জামিন পেয়েছেন সম্রাট। শর্তগুলো হলো- আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে পারবেন না সম্রাট, পাসপোর্ট জমা দিতে হবে এবং স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন আগামী ধার্য তারিখে জমা দিতে হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। তবে জামিনে মুক্ত হলেও বিএসএমএমইউ হাসপাতালে রয়েছেন সম্রাট। চিকিৎসকরা জানিয়েছেন, হার্টের নানা সমস্যায় ভুগছেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার বিএসএমএমইউয়ের কার্ডিওলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রায়হান মাসুম মন্ডল বলেন, দূর থেকে সম্রাটের অবস্থা দেখলে মনে হবে তিনি সুস্থ একজন মানুষ বসে আছেন। কিন্তু একটু অনিয়ম হলে তার বড় ধরনের ক্ষতি হতে পারে। যেকোনো ধরনের স্ট্রেস রোগীর রোগ বাড়িয়ে দেয়। হৃদরোগের সঙ্গে এটি আরও বেশি সম্পৃক্ত। তাকে প্রিজনভ্যানে যখন নিয়ে আসা হতো, তখন তিনি অন্যরকম হয়ে যেতেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নির্বাচনে নিরাপত্তা দেওয়া আমাদের ঐতিহাসিক পরীক্ষা: আইজিপি

সম্রাটের অবৈধ সম্পদের মামলায় জামিন বাতিলের আবেদন

আপডেট সময় : ১২:১৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন স্থগিত ও বাতিল চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের বেঞ্চে জামিন বাতিলের আবেদন করে দুর্নীতি বিরোধী সংস্থাটি। আজ মঙ্গলবার এ আবেদনের ওপর শুনানি হবে। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এ তথ্য জানিয়েছেন। ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট সব মামলায় জামিন পাওয়ার পর ১১ মে মুক্তি পান।
সর্বশেষ ১১ মে (বুধবার) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় জামিন পান সম্রাট। এর আগে অস্ত্র, মাদক ও অর্থপাচারের মামলায় জামিন পান ক্যাসিনো সম্রাট খ্যাত সম্রাট। সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। ১১ মে সর্বশেষ জামিন পাওয়ার পর ওইদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কারা কর্মকর্তা জামিনের কাগজ নিয়ে বিএসএমএমইউয়ের সিসিইউতে চিকিৎসাধীন সম্রাটকে নিয়ম-কানুন মেনে জামিনে মুক্ত করেন। এ সময় তার পাহারায় থাকা কারারক্ষীদের সরিয়ে নেয়া হয়। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে তাকে জামিনে মুক্তি দেয়া হয়। সম্রাটের আইনজীবী মো. হাবিবুর রহমান জানান, তিন শর্তে দুদুকের মামলায় সম্রাটের জামিন দিয়েছেন আদালত। এগুলো হলো- আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করা যাবে না। পাসপোর্ট জমা দিতে হবে এবং স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন আদালতের ধার্যকৃত পরবর্তী তারিখে জমা দিতে হবে।
সম্রাটের উন্নত চিকিৎসা দরকার: বিএসএমএমইউ পরিচালক : বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের হার্টের অবস্থা স্বাভাবিক নয় উল্লেখ করে তার উন্নত চিকিৎসা দরকার বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, সম্রাটের চিকিৎসা দেশেও হতে পারে, আবার চাইলে বিদেশেও হতে পারে।
গতকাল সোমবার বিএসএমএমইউ পরিচালক গণমাধ্যকর্মীদের এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, সম্রাটকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিতে আরও তিন থেকে চারদিন সময় লাগবে। তার হার্টের অবস্থা এখনো স্বাভাবিক নয়। তার চিকিৎসার বিষয়ে বোর্ড সভা হয়েছে। উন্নত চিকিৎসার বিষয়টি সভায় সিদ্ধান্ত হয়েছে। সম্রাট কখন হাসপাতাল ছাড়বেন সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি হাসপাতাল পরিচালক। তিনি বলেন, তার পরিবার চাইলে সম্রাটকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও নিতে পারবেন।
গত ১১ মে বুধবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তিন শর্তে জামিন পেয়েছেন সম্রাট। শর্তগুলো হলো- আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে পারবেন না সম্রাট, পাসপোর্ট জমা দিতে হবে এবং স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন আগামী ধার্য তারিখে জমা দিতে হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। তবে জামিনে মুক্ত হলেও বিএসএমএমইউ হাসপাতালে রয়েছেন সম্রাট। চিকিৎসকরা জানিয়েছেন, হার্টের নানা সমস্যায় ভুগছেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার বিএসএমএমইউয়ের কার্ডিওলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রায়হান মাসুম মন্ডল বলেন, দূর থেকে সম্রাটের অবস্থা দেখলে মনে হবে তিনি সুস্থ একজন মানুষ বসে আছেন। কিন্তু একটু অনিয়ম হলে তার বড় ধরনের ক্ষতি হতে পারে। যেকোনো ধরনের স্ট্রেস রোগীর রোগ বাড়িয়ে দেয়। হৃদরোগের সঙ্গে এটি আরও বেশি সম্পৃক্ত। তাকে প্রিজনভ্যানে যখন নিয়ে আসা হতো, তখন তিনি অন্যরকম হয়ে যেতেন।