বিনোদন ডেস্ক: সম্মানসূচক সেজার পুরস্কার দেয়া হবে ‘ওপেনহেইমার’ নির্মাতা ক্রিস্টোফার নোলানকে। সম্প্রতি ফ্রেঞ্চ একাডেমি খবরটি জানিয়েছে। বলা হয়েছে, সেজারের ৪৯তম আসর বসবে প্যারিসে, ২৩ ফেব্রুয়ারি। এবারের আসরে ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলানকে চলচ্চিত্রে অবদানের জন্য সম্মানসূচক সেজার প্রদান করা হবে। ফ্রেঞ্চ অ্যাকাডেমি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘ক্রিস্টোফার নোলান একজন মাস্টার ডিরেক্টর। তিনি বাউন্ডারির বাইরে সিনেমা নির্মাণ করেন এবং স্থান ও সময়ের সীমানা ছাড়িয়ে দর্শকদের নিয়ে যেতে পারেন যে কোনো দৃশ্যে। তিনি সিনেমাকে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করেন।’ ফ্রান্সের বার্ষিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নাম সেজার অ্যাওয়ার্ড। ১৯৭৬ সাল থেকে চলচ্চিত্রের বিভিন্ন শাখায় দেওয়া হচ্ছে এ পুরস্কার। সেজার পুরস্কারকে ফ্রান্সের সর্বোচ্চ চলচ্চিত্রের সম্মাননা বলে গণ্য করা হয়। এটি ফ্রান্সে একাডেমি পুরস্কারের সমতুল্য।
সম্মানসূচক সেজার পাবেন ক্রিস্টোফার নোলান
জনপ্রিয় সংবাদ


























