ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

‘সম্পাদকীয় নীতি পছন্দ না হলে গণমাধ্যমে আগুন দেওয়া গণতন্ত্রিক প্রক্রিয়া নয়’

  • আপডেট সময় : ০২:৪৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নিউ এজের সম্পাদক নুরুল কবির বলেছেন, পৃথিবীর সব জায়গায় সংবাদ মাধ্যমের নিজস্ব সম্পাদকীয় নীতি থাকে, সে নীতি পছন্দ না হলে গণমাধ্যমে আগুন লাগিয়ে দেওয়া কোনো গণতন্ত্রিক প্রক্রিয়া নয়।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। প্রতিবাদ সভাটির আয়োজন করেছে সম্পাদক পরিষদ এবং নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

নূরুল কবির বলেন, অফিসে আগুন দেওয়ার সময় হামলাকারীদের উদ্দেশ্য ছিল সংবাদমাধ্যমের ভেতরে থাকা মানুষদের হত্যা করা। একইসঙ্গে তারা ফায়ার সার্ভিসের কার্যক্রমেও বাধা দেয়।

তিনি বলেন, আমরা যদি তাদের বিরুদ্ধে দাঁড়াতে না পারি, তাহলে শুধু সংবাদপত্র নয়, পুরো সমাজ ব্যবস্থা, উন্নতির সব সম্ভাবনা রুদ্ধ হয়ে যাবে।

নূরুল কবীর আরো বলেন, আমরা সাহস করে নিজেদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য নিজ নিজ অবস্থান থেকে লড়াই করছি। এ জায়গায় এসে আমরা আপনাদের সহানুভূতি, সহযোগিতা ও সমর্থন কামনা করছি। এই লড়াই শুধু আমাদের নয়, আপনাদেরও। সে বিষয়ে সমর্থন জ্ঞাপন এবং অনুরোধ করতেই আপনাদের আমরা ডেকেছি।

তিনি আরো বলেন, আমরা আশা করি, সবাই যেন কথা বলতে পারি। মানুষকে দেখানো দরকার, রাষ্ট্রকে দেখানো দরকার, অগণতান্ত্রিক শক্তিকেও দেখানো দরকার— গণতন্ত্রের বিকাশ ও গণমাধ্যম প্রতিষ্ঠানের স্বার্থে এ দেশের চিন্তাশীল ও সব পেশাজীবী মানুষ সংঘবদ্ধ আছেন।

এ সময় সবচেয়ে বেশি সাংবাদিকদের, লেখক বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধতার প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

সভা শেষে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সামনে মানববন্ধন করেন সম্পাদক পরিষদ ও নোয়াবের সদস্যরা।

এসি/আপ্র/২২/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

৯০ দিনের মধ্যে হাদির হত্যার বিচার হবে: আইন উপদেষ্টা

‘সম্পাদকীয় নীতি পছন্দ না হলে গণমাধ্যমে আগুন দেওয়া গণতন্ত্রিক প্রক্রিয়া নয়’

আপডেট সময় : ০২:৪৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: নিউ এজের সম্পাদক নুরুল কবির বলেছেন, পৃথিবীর সব জায়গায় সংবাদ মাধ্যমের নিজস্ব সম্পাদকীয় নীতি থাকে, সে নীতি পছন্দ না হলে গণমাধ্যমে আগুন লাগিয়ে দেওয়া কোনো গণতন্ত্রিক প্রক্রিয়া নয়।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। প্রতিবাদ সভাটির আয়োজন করেছে সম্পাদক পরিষদ এবং নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

নূরুল কবির বলেন, অফিসে আগুন দেওয়ার সময় হামলাকারীদের উদ্দেশ্য ছিল সংবাদমাধ্যমের ভেতরে থাকা মানুষদের হত্যা করা। একইসঙ্গে তারা ফায়ার সার্ভিসের কার্যক্রমেও বাধা দেয়।

তিনি বলেন, আমরা যদি তাদের বিরুদ্ধে দাঁড়াতে না পারি, তাহলে শুধু সংবাদপত্র নয়, পুরো সমাজ ব্যবস্থা, উন্নতির সব সম্ভাবনা রুদ্ধ হয়ে যাবে।

নূরুল কবীর আরো বলেন, আমরা সাহস করে নিজেদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য নিজ নিজ অবস্থান থেকে লড়াই করছি। এ জায়গায় এসে আমরা আপনাদের সহানুভূতি, সহযোগিতা ও সমর্থন কামনা করছি। এই লড়াই শুধু আমাদের নয়, আপনাদেরও। সে বিষয়ে সমর্থন জ্ঞাপন এবং অনুরোধ করতেই আপনাদের আমরা ডেকেছি।

তিনি আরো বলেন, আমরা আশা করি, সবাই যেন কথা বলতে পারি। মানুষকে দেখানো দরকার, রাষ্ট্রকে দেখানো দরকার, অগণতান্ত্রিক শক্তিকেও দেখানো দরকার— গণতন্ত্রের বিকাশ ও গণমাধ্যম প্রতিষ্ঠানের স্বার্থে এ দেশের চিন্তাশীল ও সব পেশাজীবী মানুষ সংঘবদ্ধ আছেন।

এ সময় সবচেয়ে বেশি সাংবাদিকদের, লেখক বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধতার প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

সভা শেষে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সামনে মানববন্ধন করেন সম্পাদক পরিষদ ও নোয়াবের সদস্যরা।

এসি/আপ্র/২২/১২/২০২৫