ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

সম্পর্ক জোরদারে শি’কে মোদির বার্তা

  • আপডেট সময় : ০১:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারত-চীন সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার (৩১ আগস্ট) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ কথা বলেন।

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক হয়। মোদি উল্লেখ করেন, সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি পেয়েছে। তিনি গত বছরের কাজান বৈঠককেও উল্লেখ করে বলেন, ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমাদের সম্পর্ক ইতিবাচক দিকনির্দেশনা পেয়েছে।

বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলের বিষয়েও আলোচনা হয়। মোদি বলেন, উভয় দেশের প্রায় দুই কোটি ৮০ লাখ জনগণের স্বার্থ আমাদের সহযোগিতার সঙ্গে যুক্ত এবং এটি মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোদি ও শির বৈঠক এমন সময়ে হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর উত্তরে চীনও ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা দিয়েছে।

এদিকে সোমবার মোদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন। মার্কিন শুল্কের কারণে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে না বলে জানিয়েছে। রাশিয়াও ভারতের পাশে থাকার দৃঢ় বার্তা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন আধিপত্যের বিরুদ্ধে বিশ্বে নতুন জোটের সম্ভাবনা দেখা দিতে পারে।

ওআ/আপ্র/২৯/০৮/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একটি শক্তি নির্বাচন বিলম্বিতের চেষ্টা করছে, তবে পেছানোর সুযোগ নেই

সম্পর্ক জোরদারে শি’কে মোদির বার্তা

আপডেট সময় : ০১:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

প্রত্যাশা ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারত-চীন সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার (৩১ আগস্ট) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ কথা বলেন।

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক হয়। মোদি উল্লেখ করেন, সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি পেয়েছে। তিনি গত বছরের কাজান বৈঠককেও উল্লেখ করে বলেন, ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমাদের সম্পর্ক ইতিবাচক দিকনির্দেশনা পেয়েছে।

বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলের বিষয়েও আলোচনা হয়। মোদি বলেন, উভয় দেশের প্রায় দুই কোটি ৮০ লাখ জনগণের স্বার্থ আমাদের সহযোগিতার সঙ্গে যুক্ত এবং এটি মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোদি ও শির বৈঠক এমন সময়ে হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর উত্তরে চীনও ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা দিয়েছে।

এদিকে সোমবার মোদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন। মার্কিন শুল্কের কারণে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে না বলে জানিয়েছে। রাশিয়াও ভারতের পাশে থাকার দৃঢ় বার্তা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন আধিপত্যের বিরুদ্ধে বিশ্বে নতুন জোটের সম্ভাবনা দেখা দিতে পারে।

ওআ/আপ্র/২৯/০৮/২০২৫