নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংলাপে যোগ দিতে ভারতে গেছে প্রতিনিধিদল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) প্রতিনিধিদলটি ঢাকা ত্যাগ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভারতের হিমাচল রাজ্যের রাজধানী সিমলায় বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপের দশম দফা শুরু হবে। এ সংলাপে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক পর্যালোচনা করা হবে।
বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ এবং ইন্ডিয়া ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। উভয় দেশের নীতিনির্ধারক, কূটনীতিক ও বিশেষজ্ঞরা অনুষ্ঠানে অংশ নেবেন।
দুই দিনের সংলাপে বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ, প্রযুক্তি, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা, চরমপন্থা, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। অংশগ্রহণকারীরা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে আলোচনা করবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ থেকে ৩৮ সদস্যের প্রতিনিধিদল সংলাপে যোগ দিচ্ছে। প্রতিনিধিদলে আছেন—আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, ভারতে বাংলাদেশের সাবেক হাইকমিশনার তারেক এ করিম, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, তানভীর শাকিল হয়, পঙ্কজ দেবনাথ প্রমুখ।
সম্পর্কের ৫০ বছর: সংলাপে যোগ দিতে ভারতে গেছে প্রতিনিধিদল
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ