ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

সব শিল্প-কারখানা খুলে দেওয়ার দাবি এফবিসিসিআই সভাপতির

  • আপডেট সময় : ০২:৩৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :এবার সবধরণের শিল্প কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। শনিবার এক প্রতিক্রিয়ায় সরকারের প্রতি তিনি এ আহ্বান জানিয়েছেন।
গতকাল রোববার থেকে রফতানিমুখী সব শিল্প ও কল-কারখানা বিধি-নিষেধের আওতার বাইরে রাখার সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। সেই সঙ্গে বিনিয়োগ ও কর্মসংস্থানের স্বার্থে এবং সাপ্লাই চেইন সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদনমুখী সবধরনের শিল্প ও কল-কারখানা খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শিল্প ও কল-কারখানা চলাকালীন ব্যাংকিং সেবার প্রয়োজনীয়তা অনুধাবন করে ১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে সবধরনের ব্যাংক সপ্তাহে পাঁচ দিন চালু রাখার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধি দলের অনুষ্ঠিত বৈঠকে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন স্বাস্থ্যবিধি মেনে রফতানি ও উৎপাদনমুখী সব শিল্প ও কল-কারখানা খোলা রাখার দাবি জানান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন আপদ ‘মব সন্ত্রাস’, আতঙ্কে সারা দেশ

সব শিল্প-কারখানা খুলে দেওয়ার দাবি এফবিসিসিআই সভাপতির

আপডেট সময় : ০২:৩৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক :এবার সবধরণের শিল্প কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। শনিবার এক প্রতিক্রিয়ায় সরকারের প্রতি তিনি এ আহ্বান জানিয়েছেন।
গতকাল রোববার থেকে রফতানিমুখী সব শিল্প ও কল-কারখানা বিধি-নিষেধের আওতার বাইরে রাখার সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। সেই সঙ্গে বিনিয়োগ ও কর্মসংস্থানের স্বার্থে এবং সাপ্লাই চেইন সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদনমুখী সবধরনের শিল্প ও কল-কারখানা খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শিল্প ও কল-কারখানা চলাকালীন ব্যাংকিং সেবার প্রয়োজনীয়তা অনুধাবন করে ১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে সবধরনের ব্যাংক সপ্তাহে পাঁচ দিন চালু রাখার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধি দলের অনুষ্ঠিত বৈঠকে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন স্বাস্থ্যবিধি মেনে রফতানি ও উৎপাদনমুখী সব শিল্প ও কল-কারখানা খোলা রাখার দাবি জানান।