নিজস্ব প্রতিবেদক :এবার সবধরণের শিল্প কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। শনিবার এক প্রতিক্রিয়ায় সরকারের প্রতি তিনি এ আহ্বান জানিয়েছেন।
গতকাল রোববার থেকে রফতানিমুখী সব শিল্প ও কল-কারখানা বিধি-নিষেধের আওতার বাইরে রাখার সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। সেই সঙ্গে বিনিয়োগ ও কর্মসংস্থানের স্বার্থে এবং সাপ্লাই চেইন সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদনমুখী সবধরনের শিল্প ও কল-কারখানা খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শিল্প ও কল-কারখানা চলাকালীন ব্যাংকিং সেবার প্রয়োজনীয়তা অনুধাবন করে ১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে সবধরনের ব্যাংক সপ্তাহে পাঁচ দিন চালু রাখার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধি দলের অনুষ্ঠিত বৈঠকে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন স্বাস্থ্যবিধি মেনে রফতানি ও উৎপাদনমুখী সব শিল্প ও কল-কারখানা খোলা রাখার দাবি জানান।
সব শিল্প-কারখানা খুলে দেওয়ার দাবি এফবিসিসিআই সভাপতির
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ