ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

সব বিশ্ববিদ্যালয়ের তথ্য মিলবে এক ওয়েবসাইটে, নীতিমালা করছে ইউজিসি

  • আপডেট সময় : ০১:১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার প্রতিবেদন: দেশে সরকারি বিশ্ববিদ্যালয় সংখ্যা বাড়ছে। নতুন অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ও গড়ে উঠছে। তথ্যপ্রযুক্তির যুগে বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে দেশি-বিদেশি শিক্ষার্থী-অভিভাবক, শিক্ষক, গবেষকদের মধ্যে ওয়েবসাইট নির্ভরতা বেড়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে খোঁজ নিতে ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে ঘুরতে হচ্ছে তাদের। অনেক সময় ওয়েবসাইটে সব তথ্য মিলছে না।
শিক্ষার্থী-অভিভাবক, গবেষকদের এমন ভোগান্তি কমাতে অভিন্ন একটি ওয়েবসাইট করতে চায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এক ওয়েবসাইটে ঢুকলেই মিলবে সব বিশ্ববিদ্যালয়ের তথ্য। এ উদ্যোগ বাস্তবায়নে একটি নীতিমালা করছে সংস্থাটি।
সব বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ওয়েবসাইট করার উদ্যোগের কথা জানিয়েছেন ইউজিসর সদস্য ও ইনোভেশন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। গত সোমবার (২৫ সেপ্টেম্বর) ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের তথ্য বাতায়ন হালনাগাদ নিশ্চিতকরণ’ বিষয়ে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে অভিন্ন একটি ওয়েবসাইটের আওতায় নিয়ে আসতে কাজ করছে ইউজিসি। এজন্য একটি নীতিমালা প্রণয়নও করছি আমরা। দেশের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট তথ্যসমৃদ্ধ ও হালনাগাদ এবং স্মার্ট করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়গুলোকে অটোমেশনের আওতায় নিয়ে আসা ও স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিতে দক্ষ মানবসম্পদ তৈরি করতে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গবেষণা, উদ্ভাবন, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতসহ র‌্যাংকিংয়ের যাবতীয় সূচকের তথ্য হালনাগাদ করার পরামর্শও দেন তিনি। ইউজিসির সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউজিসির গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম। কমিশনের আইএমসিটি বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ও ইনোভেশন কমিটির ফোকাল পয়েন্ট দ্বিজেন্দ্র চন্দ্র দাসের উপস্থাপনায় কর্মশালায় ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন কমিটির ফোকাল পয়েন্ট ও আইটি কর্মকর্তারা অংশ নেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বজ্রপাতে একদিনে ১০ জনের মৃত্যু

সব বিশ্ববিদ্যালয়ের তথ্য মিলবে এক ওয়েবসাইটে, নীতিমালা করছে ইউজিসি

আপডেট সময় : ০১:১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

ক্যাম্পাস ও ক্যারিয়ার প্রতিবেদন: দেশে সরকারি বিশ্ববিদ্যালয় সংখ্যা বাড়ছে। নতুন অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ও গড়ে উঠছে। তথ্যপ্রযুক্তির যুগে বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে দেশি-বিদেশি শিক্ষার্থী-অভিভাবক, শিক্ষক, গবেষকদের মধ্যে ওয়েবসাইট নির্ভরতা বেড়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে খোঁজ নিতে ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে ঘুরতে হচ্ছে তাদের। অনেক সময় ওয়েবসাইটে সব তথ্য মিলছে না।
শিক্ষার্থী-অভিভাবক, গবেষকদের এমন ভোগান্তি কমাতে অভিন্ন একটি ওয়েবসাইট করতে চায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এক ওয়েবসাইটে ঢুকলেই মিলবে সব বিশ্ববিদ্যালয়ের তথ্য। এ উদ্যোগ বাস্তবায়নে একটি নীতিমালা করছে সংস্থাটি।
সব বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ওয়েবসাইট করার উদ্যোগের কথা জানিয়েছেন ইউজিসর সদস্য ও ইনোভেশন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। গত সোমবার (২৫ সেপ্টেম্বর) ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের তথ্য বাতায়ন হালনাগাদ নিশ্চিতকরণ’ বিষয়ে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে অভিন্ন একটি ওয়েবসাইটের আওতায় নিয়ে আসতে কাজ করছে ইউজিসি। এজন্য একটি নীতিমালা প্রণয়নও করছি আমরা। দেশের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট তথ্যসমৃদ্ধ ও হালনাগাদ এবং স্মার্ট করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়গুলোকে অটোমেশনের আওতায় নিয়ে আসা ও স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিতে দক্ষ মানবসম্পদ তৈরি করতে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গবেষণা, উদ্ভাবন, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতসহ র‌্যাংকিংয়ের যাবতীয় সূচকের তথ্য হালনাগাদ করার পরামর্শও দেন তিনি। ইউজিসির সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউজিসির গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম। কমিশনের আইএমসিটি বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ও ইনোভেশন কমিটির ফোকাল পয়েন্ট দ্বিজেন্দ্র চন্দ্র দাসের উপস্থাপনায় কর্মশালায় ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন কমিটির ফোকাল পয়েন্ট ও আইটি কর্মকর্তারা অংশ নেন।