বাদল রায় স্বাধীন : বাবা হলো দুঃখ কষ্টের, মাঝে দেয়া সুখ।
কষ্টের মাঝেও দেখে সন্তান,বাবার হাসি মুখ।
হাজার কষ্ট লুকিয়ে রেখে,বাবা বলেন আয়।
সবাই মিলে আজ দুপুরে,ভালো খাবার খাই।
স্কুলে তুই বেতন দিবি,নতুন কিনবি শার্ট ?
এই পোষাকে দেখাবে তোকে,অনেক স্মার্ট।
বাইক কেনার সখ হয়েছে,দেবো তোকে কিনে।
আমার পাওয়ার আছে কি,তোদের হাসি বিনে ?
ভ্রমনে তুই যাবি বল,কত লাগবে টাকা।
তোদের সখের জন্য হউক,আমার সম্পদ ফাঁকা।
বয়স শেষে বাবা বলে,পেনশনের টাকা ?
তোদের নামে দিয়ে দেবো,ভাবিসনারে বোকা।
ফ্লাট বাড়িটাও তোদের নামে, উইলটা দেবো করে।
নাতি নাতনীর দুষ্টমিতে,ঘরটা থাকবে ভরে।
আমায় শুধু তিনবেলা,খেতে দিবি ভাত।
তোর সন্তানদের নিয়ে দেখবি,পাড়া করবো মাত।
সব কিছু হাই দেয়ার পরে,বাবারে কয় ছেলে।
অনেক ভালো হতো তোমরা,গ্রামের বাড়ি গেলে।
বৌমা বলে ছোট্ট ফ্লাটে,থাকতে অনেক কষ্ট।
শহরেতে আসবেননা আর,বললাম স্পষ্ট।
সব হারিয়ে বলে বাবা,থাকরে সুখে থাক।
মোদের জীবন কেটে যাবে,দেখবে আল্লাহ্ পাক।
আমায় শুধু জানাবি তোরা, আছোস কিনা ভালো।
বৌমা তূমি খোকার সাথে, সুখে শুধু চলো।