ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

সব নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি: জিএম কাদের

  • আপডেট সময় : ০২:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আগামীতে সবধরনের নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। কোনো নির্বাচন বর্জন করা হবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। গতকাল বৃহস্পতিবার দুপুরে বনানী কার্যালয়ে আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী ঘোষণার সময় জাতীয় পার্টির চেয়ারম্যান একথা বলেন। জিএম কাদের বলেন, আগামীতে সবধরনের নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। স্থানীয় সরকার নির্বাচন দেখে জাতীয় নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনে সবধরনের সুযোগ দিতে কমিশনের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। বলেন, নির্বাচনের ওপর জনগণের আস্থা হারিয়ে গেছে। কমিশনের উচিত আস্থা ফিরিয়ে আনার ব্যবস্থা করা। জাপা চেয়ারম্যান জানান, জাতীয় নির্বাচনের আগে দলের সব মেয়াদোত্তীর্ণ কমিটি দেওয়া হবে। পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে যেসব প্রর্থীর নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন— গাজীপুর সিটি করপোরেশনে এমএম নিয়াজ উদ্দিন, রাজশাহী সিটি কপোরেশনে মো. সাইফুল ইসলাম স্বপন, খুলনা সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম মধু, বরিশাল সিটি করপোরেশনে প্রকৌশলী মো. ইকবাল হোসেন তাপস, সিলেট সিটি করপোরেশনে মো. নজরুল ইসলাম বাবুল। জাতীয় নির্বাচনের আগে দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ সিটিতে ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চলতি মে এবং আগামী জুন মাসে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি ইতোমধ্যে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। এজন্য পাঁচ সিটিতেও প্রার্থী দেয়নি বিএনপি। তবে দলটির নেতারা স্বতন্ত্রভাবে ভোটের লড়াইয়ে রয়েছেন। এসব নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীদের সঙ্গে জাতীয় পার্টি ও বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।

 

 

 

 

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সব নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি: জিএম কাদের

আপডেট সময় : ০২:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক : আগামীতে সবধরনের নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। কোনো নির্বাচন বর্জন করা হবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। গতকাল বৃহস্পতিবার দুপুরে বনানী কার্যালয়ে আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী ঘোষণার সময় জাতীয় পার্টির চেয়ারম্যান একথা বলেন। জিএম কাদের বলেন, আগামীতে সবধরনের নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। স্থানীয় সরকার নির্বাচন দেখে জাতীয় নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনে সবধরনের সুযোগ দিতে কমিশনের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। বলেন, নির্বাচনের ওপর জনগণের আস্থা হারিয়ে গেছে। কমিশনের উচিত আস্থা ফিরিয়ে আনার ব্যবস্থা করা। জাপা চেয়ারম্যান জানান, জাতীয় নির্বাচনের আগে দলের সব মেয়াদোত্তীর্ণ কমিটি দেওয়া হবে। পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে যেসব প্রর্থীর নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন— গাজীপুর সিটি করপোরেশনে এমএম নিয়াজ উদ্দিন, রাজশাহী সিটি কপোরেশনে মো. সাইফুল ইসলাম স্বপন, খুলনা সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম মধু, বরিশাল সিটি করপোরেশনে প্রকৌশলী মো. ইকবাল হোসেন তাপস, সিলেট সিটি করপোরেশনে মো. নজরুল ইসলাম বাবুল। জাতীয় নির্বাচনের আগে দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ সিটিতে ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চলতি মে এবং আগামী জুন মাসে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি ইতোমধ্যে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। এজন্য পাঁচ সিটিতেও প্রার্থী দেয়নি বিএনপি। তবে দলটির নেতারা স্বতন্ত্রভাবে ভোটের লড়াইয়ে রয়েছেন। এসব নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীদের সঙ্গে জাতীয় পার্টি ও বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।