ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

সব নারী সাধু না : রিচা চাড্ডা

  • আপডেট সময় : ১২:১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বলিউডের সাহসী ও স্পষ্টভাষী অভিনেত্রী হিসেবে পরিচিতি রয়েছে রিচা চাড্ডার। ব্যক্তিজীবনে একাধিকবার নারীবাদী মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি আরও একবার নারীদের নিয়ে মন্তব্য করতে দেখা গেল তাকে। গেল সপ্তাহে দিয়া মির্জার বাড়িতে এক আড্ডায় হাজির হয়েছিলেন রিচা। যেখানে আরও ছিলেন শাবানা আজমি, ঊর্মিলা মাত-কর, কঙ্কনা সেন শর্মা, দিব্যা দত্তর মতো অভিনেত্রীরা। সেই আড্ডায় রিচার দিকে ইশারা করে সবাই একটি ছবি তুলেছেন। ওই ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট দিয়ে দিয়া মির্জা লিখেছিলেন, ‘আমি তোমার বিজয় দেখতে চাই’।
সেই কথার সূত্র ধরেই রিচার কাছে নারীদের অগ্রগতি প্রসঙ্গে জানতে চাওয়া হয়। জবাবে নিউজ১৮-কে তিনি বলেন, ‘যদি কোনও নারী ক্ষতিকর হয়, মনোযোগ পাওয়ার জন্য সবাইকে অহেতুক অপদস্থ করে, তাহলে তার বিজয় মোটেও আমার বিজয় না। সকলের অগ্রগতিকে সাধুবাদ জানানো উচিত। কিন্তু সেটা কি সবসময় ঘটে? না।’ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ক্ষোভ প্রকাশ করে রিচা বলেন, ‘সব নারী সাধু, এটা আমি মনে করি না। আমি এমন কিছু নারী প্রযোজক পেয়েছি, যারা আমাকে চেকের মাধ্যমে পারিশ্রমিক দিয়েছে, কিন্তু সেই চেক বাউন্স হয়ে গেছে! অথচ তারা সোশ্যাল মিডিয়ায় নারীবাদী সাজার ভান করে!’ শুধু তাই নয়, নারী হয়ে নারীর ক্ষতি চাওয়া সহশিল্পীও দেখেছেন রিচা। তার ভাষ্য, ‘আমি কিছু টক্সিক সহ-শিল্পী পেয়েছি, যারা শুটিংয়ে আমার সঙ্গে নানাভাবে বৈষম্য করেছে। সিস্টারহুড অবশ্যই আছে। যখন এটা আপনি নিজে গড়ে তোলেন, সাজিয়ে নেন এবং এর যতœ নেন, তখন এটা সত্য। কিন্তু এটা তো একা একা গড়ে তোলা সম্ভব না।’ রিচা চাড্ডা বর্তমানে আলোচনায় রয়েছেন ওয়েব সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’র সুবাদে। যেখানে বেশ সাহসী চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমীন সেগাল, সানজিদা শেখ, রিচা চাড্ডা।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সব নারী সাধু না : রিচা চাড্ডা

আপডেট সময় : ১২:১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪

বিনোদন ডেস্ক: বলিউডের সাহসী ও স্পষ্টভাষী অভিনেত্রী হিসেবে পরিচিতি রয়েছে রিচা চাড্ডার। ব্যক্তিজীবনে একাধিকবার নারীবাদী মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি আরও একবার নারীদের নিয়ে মন্তব্য করতে দেখা গেল তাকে। গেল সপ্তাহে দিয়া মির্জার বাড়িতে এক আড্ডায় হাজির হয়েছিলেন রিচা। যেখানে আরও ছিলেন শাবানা আজমি, ঊর্মিলা মাত-কর, কঙ্কনা সেন শর্মা, দিব্যা দত্তর মতো অভিনেত্রীরা। সেই আড্ডায় রিচার দিকে ইশারা করে সবাই একটি ছবি তুলেছেন। ওই ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট দিয়ে দিয়া মির্জা লিখেছিলেন, ‘আমি তোমার বিজয় দেখতে চাই’।
সেই কথার সূত্র ধরেই রিচার কাছে নারীদের অগ্রগতি প্রসঙ্গে জানতে চাওয়া হয়। জবাবে নিউজ১৮-কে তিনি বলেন, ‘যদি কোনও নারী ক্ষতিকর হয়, মনোযোগ পাওয়ার জন্য সবাইকে অহেতুক অপদস্থ করে, তাহলে তার বিজয় মোটেও আমার বিজয় না। সকলের অগ্রগতিকে সাধুবাদ জানানো উচিত। কিন্তু সেটা কি সবসময় ঘটে? না।’ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ক্ষোভ প্রকাশ করে রিচা বলেন, ‘সব নারী সাধু, এটা আমি মনে করি না। আমি এমন কিছু নারী প্রযোজক পেয়েছি, যারা আমাকে চেকের মাধ্যমে পারিশ্রমিক দিয়েছে, কিন্তু সেই চেক বাউন্স হয়ে গেছে! অথচ তারা সোশ্যাল মিডিয়ায় নারীবাদী সাজার ভান করে!’ শুধু তাই নয়, নারী হয়ে নারীর ক্ষতি চাওয়া সহশিল্পীও দেখেছেন রিচা। তার ভাষ্য, ‘আমি কিছু টক্সিক সহ-শিল্পী পেয়েছি, যারা শুটিংয়ে আমার সঙ্গে নানাভাবে বৈষম্য করেছে। সিস্টারহুড অবশ্যই আছে। যখন এটা আপনি নিজে গড়ে তোলেন, সাজিয়ে নেন এবং এর যতœ নেন, তখন এটা সত্য। কিন্তু এটা তো একা একা গড়ে তোলা সম্ভব না।’ রিচা চাড্ডা বর্তমানে আলোচনায় রয়েছেন ওয়েব সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’র সুবাদে। যেখানে বেশ সাহসী চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমীন সেগাল, সানজিদা শেখ, রিচা চাড্ডা।