ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

সব ঠিক হয়ে যাবে, আশা ওমর সানী-মৌসুমীপুত্রের

  • আপডেট সময় : ১২:০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে অভিনেতা ওমর সানীর বিত-া এবং চিত্রনায়িকা মৌসুমীর বিবৃতি নিয়ে তুমুল আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে; তবে সানী-মৌসুমীর বড় ছেলে ফারদিন এহসান স্বাধীন আশা করছেন, পরিস্থিতি ‘ঠিক হয়ে যাবে’। স্বাধীন সোমবার রাতে এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “দুশ্চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।” সোমবার জায়েদ খানের পক্ষে মৌসুমীর একটি অডিও বার্তা প্রকাশ্যে আসার পর ফেইসবুক লাইভে এসে ওমর সানী বলেছিলেন, বিষয়টি নিয়ে তার ‘অভিভাবক’ ফারদিন কথা বলবেন। এরপরই ফারদিনের এ মন্তব্য আসে ফেইসবুকে; ফারদিনের পোস্টটি ফেইসবুকে শেয়ারও করেছেন ওমর সানী। স্ত্রী মৌসুমী এই বিতর্কে জায়েদের পক্ষ নিলেও তার প্রতি কোনো ‘অভিযোগ নেই’ জানিয়ে তার প্রতি বাজে মন্তব্য করা থেকে বিরত রাখার অনুরোধ করেছেন ওমর সানী। শুক্রবার খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে জায়েদ খানের সঙ্গে ওমর সানীর বিত-ার খবর প্রকাশ পেলে শনিবার তুমুল আলোচনা শুরু হয়। সংবাদমাধ্যমে আসা খবরে বলা হয়, জায়েদ খানকে প্রকাশ্যে চড় মারেন ওমর সানী; ক্ষুব্ধ হয়ে নিজের কাছে থাকা পিস্তল বের করে হুমকি দেন জায়েদ। ওমর সানী সাংবাদিকদের বলেছেন, মৌসুমীকে ‘বিরক্ত করায়’ জায়েদ খানকে তিনি চড় মেরেছেন। তবে জায়েদ বলছেন, তাকে কেউ চড় মারেননি; তিনিও কাউকে পিস্তল দেখাননি।
ঘটনার দুদিন পর অডিও বার্তায় নিজের অবস্থান তুলে ধরে মৌসুমী বলেন, জায়েদ খান ‘ভালো ছেলে’; তিনি তাকে ‘অসম্মান করেননি’। স্বামী ওমর সানীর উদ্দেশে মৌসুমী বলেন, “এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আমাকে ছোট করার মধ্যে অন্যের আনন্দ কেন? যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানী ভাই কেন এত আনন্দ পাচ্ছেন- সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি।” মৌসুমীর অডিও বার্তা প্রকাশ্যে আসার পর ফেইসবুক লাইভে এসে ওমর সানী বলেন, জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতিতে যে তিনি অভিযোগ করেছেন, সেই অবস্থানে এখনও অটল আছেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-মালয়েশিয়া অংশীদারিত্ব আরো গভীর করার অঙ্গীকার

সব ঠিক হয়ে যাবে, আশা ওমর সানী-মৌসুমীপুত্রের

আপডেট সময় : ১২:০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে অভিনেতা ওমর সানীর বিত-া এবং চিত্রনায়িকা মৌসুমীর বিবৃতি নিয়ে তুমুল আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে; তবে সানী-মৌসুমীর বড় ছেলে ফারদিন এহসান স্বাধীন আশা করছেন, পরিস্থিতি ‘ঠিক হয়ে যাবে’। স্বাধীন সোমবার রাতে এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “দুশ্চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।” সোমবার জায়েদ খানের পক্ষে মৌসুমীর একটি অডিও বার্তা প্রকাশ্যে আসার পর ফেইসবুক লাইভে এসে ওমর সানী বলেছিলেন, বিষয়টি নিয়ে তার ‘অভিভাবক’ ফারদিন কথা বলবেন। এরপরই ফারদিনের এ মন্তব্য আসে ফেইসবুকে; ফারদিনের পোস্টটি ফেইসবুকে শেয়ারও করেছেন ওমর সানী। স্ত্রী মৌসুমী এই বিতর্কে জায়েদের পক্ষ নিলেও তার প্রতি কোনো ‘অভিযোগ নেই’ জানিয়ে তার প্রতি বাজে মন্তব্য করা থেকে বিরত রাখার অনুরোধ করেছেন ওমর সানী। শুক্রবার খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে জায়েদ খানের সঙ্গে ওমর সানীর বিত-ার খবর প্রকাশ পেলে শনিবার তুমুল আলোচনা শুরু হয়। সংবাদমাধ্যমে আসা খবরে বলা হয়, জায়েদ খানকে প্রকাশ্যে চড় মারেন ওমর সানী; ক্ষুব্ধ হয়ে নিজের কাছে থাকা পিস্তল বের করে হুমকি দেন জায়েদ। ওমর সানী সাংবাদিকদের বলেছেন, মৌসুমীকে ‘বিরক্ত করায়’ জায়েদ খানকে তিনি চড় মেরেছেন। তবে জায়েদ বলছেন, তাকে কেউ চড় মারেননি; তিনিও কাউকে পিস্তল দেখাননি।
ঘটনার দুদিন পর অডিও বার্তায় নিজের অবস্থান তুলে ধরে মৌসুমী বলেন, জায়েদ খান ‘ভালো ছেলে’; তিনি তাকে ‘অসম্মান করেননি’। স্বামী ওমর সানীর উদ্দেশে মৌসুমী বলেন, “এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আমাকে ছোট করার মধ্যে অন্যের আনন্দ কেন? যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানী ভাই কেন এত আনন্দ পাচ্ছেন- সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি।” মৌসুমীর অডিও বার্তা প্রকাশ্যে আসার পর ফেইসবুক লাইভে এসে ওমর সানী বলেন, জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতিতে যে তিনি অভিযোগ করেছেন, সেই অবস্থানে এখনও অটল আছেন।