ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫

সবুজবাগে ভেন্টিলেটরে শিশুর ঝুলন্ত মরদেহ

  • আপডেট সময় : ০৫:১৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সবুজবাগের পশ্চিম রাজারবাগের একটি বাসার টয়লেটের ভেন্টিলেটরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরিয়ম (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মরিয়ম সবুজবাগ আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
সোমবার (১৮ নভেম্বর) সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ। নিহত শিশু মরিয়মের বাবা মাসুদ খান জানান, আমার দুই মেয়ের মধ্যে মরিয়ম ছিল বড়। আমরা সবুজবাগে এলাকায় একটি বাসায় ভাড়া থাকি। আমার মেয়ে মরিয়ম সবুজবাগ আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। রোববার স্কুল থেকে বাসায় ফিরে এসে হাতমুখ না ধুয়েই ভাত খেতে বসতে চাইলে তার মা বকা দেয়। এতে অভিমান করে সে টয়লেটে যায়। পরে আমরা অনেক ডাকাডাকি করলেও দরজা না খুললে সেটি ভেঙে দেখি সে বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। অচেতন অবস্থায় দ্রুত তাকে মুগদা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার মেয়ে আর বেঁচে নেই। এ বিষয়ে জানতে চাইলে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল্লাহ জানান, খবর পেয়ে মুগদা মেডিকেলের জরুরি বিভাগের ট্রলির ওপর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করি। পরিবারের লোকদের জিজ্ঞাসা করে জানতে পারি দুপুরের খাবার নিয়ে অভিমান করে টয়লেটে ভেন্টিলেটরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে এ কাজটি করে মরিয়ম। এসআই আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হাসিনার সহিংস আচরণের প্রতিক্রিয়ায় বাড়ি ভাঙার ঘটনা: অন্তর্বর্তী সরকার

সবুজবাগে ভেন্টিলেটরে শিশুর ঝুলন্ত মরদেহ

আপডেট সময় : ০৫:১৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সবুজবাগের পশ্চিম রাজারবাগের একটি বাসার টয়লেটের ভেন্টিলেটরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরিয়ম (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মরিয়ম সবুজবাগ আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
সোমবার (১৮ নভেম্বর) সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ। নিহত শিশু মরিয়মের বাবা মাসুদ খান জানান, আমার দুই মেয়ের মধ্যে মরিয়ম ছিল বড়। আমরা সবুজবাগে এলাকায় একটি বাসায় ভাড়া থাকি। আমার মেয়ে মরিয়ম সবুজবাগ আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। রোববার স্কুল থেকে বাসায় ফিরে এসে হাতমুখ না ধুয়েই ভাত খেতে বসতে চাইলে তার মা বকা দেয়। এতে অভিমান করে সে টয়লেটে যায়। পরে আমরা অনেক ডাকাডাকি করলেও দরজা না খুললে সেটি ভেঙে দেখি সে বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। অচেতন অবস্থায় দ্রুত তাকে মুগদা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার মেয়ে আর বেঁচে নেই। এ বিষয়ে জানতে চাইলে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল্লাহ জানান, খবর পেয়ে মুগদা মেডিকেলের জরুরি বিভাগের ট্রলির ওপর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করি। পরিবারের লোকদের জিজ্ঞাসা করে জানতে পারি দুপুরের খাবার নিয়ে অভিমান করে টয়লেটে ভেন্টিলেটরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে এ কাজটি করে মরিয়ম। এসআই আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।