সৈয়দ আমিনুল ইসলাম : অনেক শিশুই রয়েছে যারা বাবা-মাকে হারিয়ে নানাভাবে বঞ্চিত থাকে। কারো মা নেই কিংবা কারো বাবা নেই, কারো আবার মা-বাবা দুজনেই নেই। তাদের জীবনে ঈদগুলো হয়ত আসে ফ্যাকাসে হয়ে। ছয় বছর বয়সী একটি শিশুকে আমি উদাহরণ হিসেবে টানতে চাই। সে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে থাকে। শিশুটি শারীরিক প্রতিবন্ধী। তার বাবা মারা গেছেন চার বছর আগে। শিশুটি কথা বলতে পারে না। তাই আমার সঙ্গে হাতের ইশারায় কিছু বলার চেষ্টা করছিল সে। যদিও আমি তেমন কিছুই বুঝতে পারিনি। তার সঙ্গে কথা বলার মুহূর্তে ভাবছিলাম এই শিশুদের জীবনে ঈদ কতটা ফ্যাকাসে হয়ে আসে। অর্থিক অনটনের সংসার তার শৈশবকে করেছে আরও রংহীন। ঈদের আনন্দ হয়ত সবার জন্য না।-সৌজন্যে : বিডিনিউজের শিশু সাংবাদিকতা বিষয়ক বিভাগ ‘হ্যালো’।