প্রযুক্তি ডেস্ক: গুগল বলছে, তাদের এআই চ্যাটবট বার্ড এর নির্মাণাধীন নতুন সংস্করণটি সফটওয়্যার কোড লিখতে পারবে। এ ঘোষণার মানে হচ্ছে, এই প্রযুক্তি জায়ান্ট এআই লড়াইয়ে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করতে উঠে পড়ে লেগেছে।
২০২২ সালে মাইক্রোসফট সমর্থিত ওপেনএআই তাদের চ্যাটবট চ্যাটজিপিটি বাজারে ছাড়ার পর থেকেই প্রযুক্তি জগতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর পণ্য তৈরিতে ব্যাপক প্রতিযোগিতা চলছে। অসংখ্য কোম্পানি এআইনির্ভর পণ্য উন্নয়নে মনযোগ ও বিনিয়োগ বাড়িয়েছে দ্রুততম সময়ে। চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে গত মাসে গুগলও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন এক চ্যাটবট বাজারে আনার ঘোষণা দেয়। বার্ড সম্পর্কে গুগল বলছে ‘জেনারেটিভ এআই’ বা ক্রমাগত উন্নয়নশীল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। ‘বার্ড’ পূর্বে সংরক্ষিত ডেটাকে কেবল চিহ্নিতই করতে পারবে না, তার সঙ্গে নিজের মতো করে আনকোরা কনটেন্টও তৈরি করতে পারবে।
শুক্রবার গুগল জানায় বার্ড জাভা, সি প্লাসপ্লাস, পাইথনের মত ২০টি ভাষায় প্রোগ্রাম লিখতে পারবে, গ্রাহককে প্রোগ্রাম ব্যাখ্যা করতে, এমনকি আগে লেখা প্রোগ্রামের গলদও খুঁজে দিতে পারবে। কোম্পানিটি বলছে বার্ড প্রোগ্রামিং কোডকে ছোট ও পরিশালিত করে প্রোগ্রামের কার্যদক্ষতা বাড়িয়ে দিতে পারবে। “তুমি কি কোডটি কে আরো গতিশীল করতে পারো?” এরকম সহজ ভাষায় নির্দেশ দিলেই এই চ্যাটবট প্রোগ্রামকে আরো ছোট, আরো ক্রিয়াশীল করতে হাজির করবে, বলছে কোম্পানিটি। বর্তমানে সীমিতসংখ্যক ব্যবহারকারীর কাছে বার্ডের সেবা উন্মুক্ত, যারা এর সঙ্গে আলাপচারিতা চালিয়ে এবং প্রচলিত সার্চ টুলের বিকল্প হিসাবে একে ব্যবহার করতে পারছে।