ঢাকা ১১:২০ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

সপ্তাহব্যাপী প্রতিরোধে উত্তর গাজায় ১০ ইসরায়েলি সেনার মৃত্যু

  • আপডেট সময় : ০৭:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

গত শনিবার প্রাণ হারানো চার ইসরায়েলি সেনা। ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে দখলদার ইসরায়েলের সেনারা। সেখানে গত এক সপ্তাহে ১০ সেনার মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধুমাত্র গতকাল শনিবারই প্রাণ হারিয়েছেন চারজন। এছাড়া আহত হয়েছেন ছয়জন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত মঙ্গলবার উত্তর গাজায় তিনজন, এর আগের দুইদিনে তিনজনের মৃত্যু হয়। আর সর্বশেষ গতকাল শনিবার একসঙ্গে চারজনের মৃত্যু হলো। এরমাধ্যমে গত তিন মাসে উত্তর গাজায় মোট ৪৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আর সবমিলিয়ে যুদ্ধে প্রাণ গেছে ৪০২ দখলদারের।

ইসরায়েলের সঙ্গে ১৫ মাসের বেশি সময় ধরে হামাসের যুদ্ধ চলছে। তবে এবার এই যুদ্ধের সমাপ্তি চাচ্ছেন ইসরায়েলি সেনাদের বাবা-মায়েরা। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে খোলা চিঠি লেখেন ৮০০ বাবা-মা। এতে তারা বলেছেন, আমরা আপনাকে আমাদের সন্তানদের বলি হতে দিতে পারি না। সেনাবাহিনীর গাজায় অবস্থানের কোনো কারণ নেই। গাজায় যে যুদ্ধ হচ্ছে সেটির কোনো দিগন্ত নেই। এমন যুদ্ধ আমাদের ইতিহাসে নেই। শুধুমাত্র রাজনৈতিকভাবে টিকে থাকতে আপনি এ যুদ্ধ অব্যাহত রেখেছেন।

গত শনিবার যে চারজনের মৃত্যু হয়েছে তাদের গাড়ি লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটায় এক সশস্ত্র যোদ্ধা। এরপর তাদের লক্ষ করে গুলিও ছোড়েন তিনি। সূত্র: টাইমস অব ইসরায়েল

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সপ্তাহব্যাপী প্রতিরোধে উত্তর গাজায় ১০ ইসরায়েলি সেনার মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে দখলদার ইসরায়েলের সেনারা। সেখানে গত এক সপ্তাহে ১০ সেনার মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধুমাত্র গতকাল শনিবারই প্রাণ হারিয়েছেন চারজন। এছাড়া আহত হয়েছেন ছয়জন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত মঙ্গলবার উত্তর গাজায় তিনজন, এর আগের দুইদিনে তিনজনের মৃত্যু হয়। আর সর্বশেষ গতকাল শনিবার একসঙ্গে চারজনের মৃত্যু হলো। এরমাধ্যমে গত তিন মাসে উত্তর গাজায় মোট ৪৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আর সবমিলিয়ে যুদ্ধে প্রাণ গেছে ৪০২ দখলদারের।

ইসরায়েলের সঙ্গে ১৫ মাসের বেশি সময় ধরে হামাসের যুদ্ধ চলছে। তবে এবার এই যুদ্ধের সমাপ্তি চাচ্ছেন ইসরায়েলি সেনাদের বাবা-মায়েরা। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে খোলা চিঠি লেখেন ৮০০ বাবা-মা। এতে তারা বলেছেন, আমরা আপনাকে আমাদের সন্তানদের বলি হতে দিতে পারি না। সেনাবাহিনীর গাজায় অবস্থানের কোনো কারণ নেই। গাজায় যে যুদ্ধ হচ্ছে সেটির কোনো দিগন্ত নেই। এমন যুদ্ধ আমাদের ইতিহাসে নেই। শুধুমাত্র রাজনৈতিকভাবে টিকে থাকতে আপনি এ যুদ্ধ অব্যাহত রেখেছেন।

গত শনিবার যে চারজনের মৃত্যু হয়েছে তাদের গাড়ি লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটায় এক সশস্ত্র যোদ্ধা। এরপর তাদের লক্ষ করে গুলিও ছোড়েন তিনি। সূত্র: টাইমস অব ইসরায়েল