প্রত্যাশা ডেস্ক: পবিত্র রমজানুল মোবারককে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ১০ দিন রহমতের। এই সময়ে আল্লাহর অফুরন্ত রহমত বর্ষিত হতে থাকে। আমাদের অস্তিত্বজুড়ে আল্লাহর রহমত। রহমত ছাড়া এক মুহূর্তও বাঁচার উপায় নেই। তবে পবিত্র রমজানের প্রথম দশকে রহমতের বারিধারা আরও প্রবল বেগে বইতে থাকে। ডেইলি বাংলাদেশ
রহমতের সপ্তম রমজান আজ। আল্লাহ তাআলা মানুষের ওপর এ দশকে রহমত ও করুনা বর্ষণ করেন। মানুষও তার রহমত ও দয়া প্রত্যাশী। আল্লাহর দয়া লাভে রমজানের সপ্তম দিনে মুসলিম উম্মাহর জন্য এ দোয়াটি তুলে ধরা হলো-
উচ্চারণ: আল্লাহুম্মা আই’ন্নি ফিহি আ’লা সিয়ামিহি ওয়া ক্বিয়ামিহ; ওয়া ঝাননিবনি ফিহি মিন হাফাওয়াতিহি ওয়া আছামিহ; ওয়ারযুক্বনি ফিহি জিকরাকা বিদাওয়ামিহি; বিতাওফিক্বিকা ইয়া হাদিয়াল মুদাললিন।
অর্থ: হে আল্লাহ! এ দিনে আমাকে রোজা পালন ও নামাজ প্রতিষ্ঠায় সাহায্য করুন। আমাকে অন্যায় কাজ ও সব গুনাহ থেকে হেফাজত করুন। আপনার তাওফিক ও শক্তিতে সবসময় আমাকে আপনার স্মরণে থাকার সুযোগ দিন। গোমরাহী ও পথভ্রষ্টতায় লিপ্ত হওয়া থেকে মুক্তিদান করুন হে সঠিকপথ প্রদর্শনকারী।
সপ্তম রমজানে আল্লাহর দয়া লাভের দোয়া
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ