ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

সপ্তমবারের মতো সোনা জিতে কেনির ইতিহাস

  • আপডেট সময় : ১১:১৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
  • ৭১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : টোকিও অলিম্পিকে সাইক্লিং স্প্রিন্ট্রের কিরিন ইভেন্টে সোনা জিতে ব্রিটেনের প্রথম অ্যথলেট হিসেবে সাত সোনা জয়ের কীর্তি গড়লেন জেসন কেনি। এ ইভেন্টে অলিম্পিকের গত আসরের সোনাটিও জয় করেছিলেন এ ব্রিটিশ অ্যাথলেট। রোববার (৮ আগস্ট) অলিম্পিকের শেষদিনে সাইক্লিং কিরিন ইভেন্টের পুরুষ এককে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে থেকে সোনা জেতেন কেনি। রুপা জেতা মালয়েশিয়ান অ্যাথলেট আজিজুল হাসনি আওয়াং থেকে ০.৭৬৩ সেকেন্ড বেশি গতিতে এগিয়ে থাকেন তিনি। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকের টিম স্প্রিন্ট থেকে সোনা জেতা শুরু করেন কেনি। ২০১২ সালে টিমের পাশাপাশি ব্যক্তিগতভাবেও স্বর্ণপদক অর্জন করেন। আর রিও অলিম্পিকের তিনটি ইভেন্টে পান সোনা জয়ের মুকুট।
ব্রিটিশ এই অ্যাথলেট সফল হলেও হতাশ হতে হয়েছে তার স্ত্রী লরা কেনিকে। অলিম্পিকের এবারের আসরে ওমনিয়াম ইভেন্টে অংশগ্রহণ করে সোনা জেতা হলো না তার। রেস চলাকালীন দুর্ঘটনায় পড়ে পদক হাতছাড়া হয় এ সাইক্লিস্টের। যদিও গত আসরে স্বর্ণপদকের স্বাদ পেয়েছিলেন তিনি। অবশ্য লরা কেনি এবার ম্যাডিসন ইভেন্টে সোনা জিতেছেন। রুপা জিতেছেন মেয়েদের টিম পারস্যুট ইভেন্টে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টা হতাশ-ক্ষুব্ধ, ‘পদত্যাগ’ নিয়ে আলোচনা

সপ্তমবারের মতো সোনা জিতে কেনির ইতিহাস

আপডেট সময় : ১১:১৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক : টোকিও অলিম্পিকে সাইক্লিং স্প্রিন্ট্রের কিরিন ইভেন্টে সোনা জিতে ব্রিটেনের প্রথম অ্যথলেট হিসেবে সাত সোনা জয়ের কীর্তি গড়লেন জেসন কেনি। এ ইভেন্টে অলিম্পিকের গত আসরের সোনাটিও জয় করেছিলেন এ ব্রিটিশ অ্যাথলেট। রোববার (৮ আগস্ট) অলিম্পিকের শেষদিনে সাইক্লিং কিরিন ইভেন্টের পুরুষ এককে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে থেকে সোনা জেতেন কেনি। রুপা জেতা মালয়েশিয়ান অ্যাথলেট আজিজুল হাসনি আওয়াং থেকে ০.৭৬৩ সেকেন্ড বেশি গতিতে এগিয়ে থাকেন তিনি। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকের টিম স্প্রিন্ট থেকে সোনা জেতা শুরু করেন কেনি। ২০১২ সালে টিমের পাশাপাশি ব্যক্তিগতভাবেও স্বর্ণপদক অর্জন করেন। আর রিও অলিম্পিকের তিনটি ইভেন্টে পান সোনা জয়ের মুকুট।
ব্রিটিশ এই অ্যাথলেট সফল হলেও হতাশ হতে হয়েছে তার স্ত্রী লরা কেনিকে। অলিম্পিকের এবারের আসরে ওমনিয়াম ইভেন্টে অংশগ্রহণ করে সোনা জেতা হলো না তার। রেস চলাকালীন দুর্ঘটনায় পড়ে পদক হাতছাড়া হয় এ সাইক্লিস্টের। যদিও গত আসরে স্বর্ণপদকের স্বাদ পেয়েছিলেন তিনি। অবশ্য লরা কেনি এবার ম্যাডিসন ইভেন্টে সোনা জিতেছেন। রুপা জিতেছেন মেয়েদের টিম পারস্যুট ইভেন্টে।