ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

সপ্তবর্ণা সাংস্কৃতিক অঙ্গনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সনদ প্রদান অনুষ্ঠান

  • আপডেট সময় : ০৫:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

ছবি দৈনিক আজকের প্রত্যাশা

বিনোদন ডেস্ক: ‘সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশুদের সৃষ্টিশীলতার বিকাশ’- এই স্লোগানকে ধারণ করে উদযাপিত হলো সপ্তবর্ণা সাংস্কৃতিক অঙ্গনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সনদ প্রদান অনুষ্ঠান ২০২৫।

ধানমন্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় আয়োজন করা হয় সপ্তবর্ণা সাংস্কৃতিক অঙ্গনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সনদ প্রদান অনুষ্ঠান। আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটি সাজানো হয়েছিল।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম ফারুক, সুখদেব কুমার সানা (দৈনিক আজকের প্রত্যাশার বার্তা সম্পাদক ও সংগীত শিল্পী), নীলমণি আইচ (বিশিষ্ট সংস্কৃতিক ব্যক্তিত্ব), খোকন কুমার রায়, সম্পাদক সুখবর ডটকম ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব), মো: মোজাম্মেল হক (বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব) ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও অভিভাবকদের বক্তব্যে শিশুদের প্রতিভা বিকাশ , সৃষ্টিশীলতা, উন্নত দেশ ও জাতি তথা সমাজ বিনির্মাণে সংগীতের সৌন্দর্য ও জ্ঞান চর্চাকে গুরুত্ব দেন। অতিথিগণ বলেন, শুদ্ধধারার সংগীত চর্চা সৃজনশীলতা বৃদ্ধি ও সুস্থ মানসিক বিকাশে সহায়ক। সংগীত চর্চার মাধ্যমে শিশুদের সৃষ্টিশীলতার বিকাশ সাধন করে দেশপ্রেমের বিস্তার ঘটাতে পারলেই আলোকিত সুন্দর মানুষ ও সমাজ বিনির্মাণ সহজ হবে।

উপস্থিত অতিথি ও অভিভাবকরা তাদের বক্তব্যে ‘সপ্তবর্ণা সাংস্কৃতিক অঙ্গন’ এর কর্মকাণ্ড ও ছাত্রছাত্রীদের সংগীত পরিবেশনা ভীষণভাবে প্রশংসা করেন এবং মুগ্ধতায় আবিষ্ট হন। সৃজনশীল মানুষ ও শুদ্ধ সমাজ বিনির্মাণে সপ্তবর্ণা সাংস্কৃতিক অঙ্গনের এই পথচলা আরো গতিশীল হবে বলে তারা আশাবাদও ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. বিশ্বজিৎ কুমার বিশ্বাস এবং সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক অরুন চৌধুরী।

এসি/আপ্র/২৯/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন

সপ্তবর্ণা সাংস্কৃতিক অঙ্গনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সনদ প্রদান অনুষ্ঠান

আপডেট সময় : ০৫:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: ‘সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশুদের সৃষ্টিশীলতার বিকাশ’- এই স্লোগানকে ধারণ করে উদযাপিত হলো সপ্তবর্ণা সাংস্কৃতিক অঙ্গনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সনদ প্রদান অনুষ্ঠান ২০২৫।

ধানমন্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় আয়োজন করা হয় সপ্তবর্ণা সাংস্কৃতিক অঙ্গনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সনদ প্রদান অনুষ্ঠান। আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটি সাজানো হয়েছিল।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম ফারুক, সুখদেব কুমার সানা (দৈনিক আজকের প্রত্যাশার বার্তা সম্পাদক ও সংগীত শিল্পী), নীলমণি আইচ (বিশিষ্ট সংস্কৃতিক ব্যক্তিত্ব), খোকন কুমার রায়, সম্পাদক সুখবর ডটকম ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব), মো: মোজাম্মেল হক (বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব) ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও অভিভাবকদের বক্তব্যে শিশুদের প্রতিভা বিকাশ , সৃষ্টিশীলতা, উন্নত দেশ ও জাতি তথা সমাজ বিনির্মাণে সংগীতের সৌন্দর্য ও জ্ঞান চর্চাকে গুরুত্ব দেন। অতিথিগণ বলেন, শুদ্ধধারার সংগীত চর্চা সৃজনশীলতা বৃদ্ধি ও সুস্থ মানসিক বিকাশে সহায়ক। সংগীত চর্চার মাধ্যমে শিশুদের সৃষ্টিশীলতার বিকাশ সাধন করে দেশপ্রেমের বিস্তার ঘটাতে পারলেই আলোকিত সুন্দর মানুষ ও সমাজ বিনির্মাণ সহজ হবে।

উপস্থিত অতিথি ও অভিভাবকরা তাদের বক্তব্যে ‘সপ্তবর্ণা সাংস্কৃতিক অঙ্গন’ এর কর্মকাণ্ড ও ছাত্রছাত্রীদের সংগীত পরিবেশনা ভীষণভাবে প্রশংসা করেন এবং মুগ্ধতায় আবিষ্ট হন। সৃজনশীল মানুষ ও শুদ্ধ সমাজ বিনির্মাণে সপ্তবর্ণা সাংস্কৃতিক অঙ্গনের এই পথচলা আরো গতিশীল হবে বলে তারা আশাবাদও ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. বিশ্বজিৎ কুমার বিশ্বাস এবং সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক অরুন চৌধুরী।

এসি/আপ্র/২৯/০৯/২০২৫