আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাসাম সাব্বাগ বলেছেন, পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপ এবং সন্ত্রাসীদের প্রতি সমর্থনের কারণে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে দেশটিতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়েছে। গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদের অধিবেশনে বক্তৃতা করতে গিয়ে এসব কথা বলেন তিনি। সিরিয়ার রাজনৈতিক এবং মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদের এ অধিবেশন অনুষ্ঠিত হয়। দেশে নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার যে চেষ্টা চালাচ্ছে পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপের কারণে তা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বাসাম সাব্বাগ আরো বলেন, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য পশ্চিমা দেশগুলোর সন্ত্রাসীদের প্রতি সমর্থন এবং অবৈধ অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা জরুরি ছিল। কিন্তু তা তা করতে ব্যর্থ হয়েছে। সিরিয়ার রাষ্ট্রদূত বলেন, আমেরিকা দখলদারিত্বের মধ্যদিয়ে অব্যাহতভাবে সিরিয়ার স্বাধীনতা-সার্বভৌমত্ব লঙ্ঘন করছে এবং ভৌগোলিক অখ-তা নস্যাৎ করছে। পাশাপাশি তারা বিচ্ছিন্নতাবাদী এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে। সিরিয়ার তেলক্ষেত্রগুলো থেকে মার্কিন সেনারা যে তেল লুটপাট করছে তার নিন্দা জানান বাসাম সাব্বাগ।#