নারী ও শিশু ডেস্ক : স্মার্টওয়াচে শুধু স্বাস্থ্য ফিচার নয়, যুক্ত হয়েছে জিপিএস সুবিধাও। যতই দিন যাচ্ছে ততই জনপ্রিয় হচ্ছে স্মার্টওয়াচ। সম্প্রতি স্মার্টওয়াচ নির্মাতা সংস্থা সেকিও নিয়ে এলো কিডস স্মার্টওয়াচ। বাবা-মা সন্তানদের নিয়ে একটু বেশিই দুশ্চিন্তায় থাকেন। সেটা স্কুলে, খেলার মাঠে হোক কিংবা ঘরে। সন্তান কোথায় গেলো, কখন ফিরবে, ঠিকভাবে পৌঁছেছে কি না এসব নিয়ে নিশ্চয়ই ভাবনার শেষ থাকে না। পড়াশোনা বাদ দিয়ে কতক্ষণ স্মার্টফোন ব্যবহার করছে বা গেম খেলছে সেদিকে সব সময় নজর দিতে পারেন না নিশ্চয়ই। এবার বাবা-মায়ের দুশ্চিন্তার দিন শেষ। এখন স্মার্টওয়াচেই জানতে পারবেন সবকিছু।
সেকিওর এই স্মার্টওয়াচটি শিশুদের জন্য়ই বানানো হয়েছে। এই স্মার্টওয়াচটিতে এমন একটি বিশেষ ফিচার রয়েছে, যা প্রতি মুহূর্তে শিশুদের ওপর নজর রাখবে। স্মার্টওয়াচে একটি সিম ইনস্টল করার সুবিধা রয়েছে। যাতে আপনি শিশুদের ভিডিও কল করতে পারবেন। এতে ডুয়াল ক্যামেরা সেটআপও দেওয়া হয়েছে। এছাড়াও এই ঘড়িটি ওয়াটার প্রুফ। অর্থাৎ শিশুরা স্মার্টওয়াচটি পরে পানিতেও নামতে পারবে। এছাড়াও এতে ব্লুটুথ, ওয়াইফাইয়ের সুবিধা রয়েছে। এটিতে জিপিএস ট্র্যাকিংও রয়েছে, যা ব্যবহার করে আপনার সন্তান কোথায়, কখন যাচ্ছে তা জানতে পারবেন। এই স্মার্টওয়াচে জিও ফেন্সিং সুবিধাও দেওয়া হয়েছে। এর কাজ হলো আপনি ওয়াচে একটি জায়গা সেট করে রাখতে পারবেন। আপনার সন্তান যদি সেই জায়গার বাইরে বের হয় তাহলে আপনার মোবাইলে একটি সতর্কবার্তাও আসবে। আর আপনি জানতে পারবেন আপনার সন্তান কোথায় আছে। স্মার্টওয়াচটির দাম ভারতে ২ হাজার ৩৯৯ থেকে ৭ হাজার ৯৯৯ রুপি পর্যন্ত। শুধু সেকিওর অফিসিয়াল সাইট থেকে কেনা যাবে ঘড়িটি। সূত্র: ফোর্বস
সন্তানের ওপর ২৪ ঘণ্টা নজর রাখবে যে স্মার্টওয়াচ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ