সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ১৯৭০ সালের নির্বাচনের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ১৯৭০ সালের নির্বাচন যেমন দেশের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ ছিল তেমনি আসন্ন নির্বাচন স্বাধীনতা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। গতকাল মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাওয়ার স্টেশন এলাকায় আয়োজিত নির্বাচনি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। শামীম ওসমান বলেন, আমার নির্বাচনি এলাকায় যে নেতাকর্মী আছেন তাদের প্রত্যেক পরিবার থেকে যদি দুটো করেও ভোট দেয় তাহলে ৩ লাখ ভোট পড়বে। তবুও আমরা কষ্ট করে যাচ্ছি। এর কারণ আপনাদের বুঝতে হবে। শুধু আমার নির্বাচনি এলাকায় নয় সারাদেশেই এবার ভোট দেওয়া অনেক গুরুত্বপূর্ণ। আমরা বর্তমানে এক অদৃশ্য শক্তির সাথে খেলছি। এই অদৃশ্য শক্তি চাচ্ছে এবার যেন ঠিকমতো ভোট না পড়ে। এই শক্তিটা বিএনপি-জামায়াতের মাধ্যমে নাশকতা ঘটিয়ে নিজেদের ফায়দা হাসিল করতে চায়। আমাদের তা মোকাবেলা করতে হবে। তিনি বলেন, আমাকে মেরে ফেলার চেষ্টা করা হবে। কারণ আমাকে মারলে অনেকের মধ্যে ভয় সৃষ্টি হবে। তবে আমি মরে গেলে দেশের কিছুই হবে না। শেখ হাসিনা থাকলেই দেশ ঠিক থাকবে। আমি রাজনীতিকে ধান্ধা হিসেবে নেই নি। আর টাকা দিয়ে রাজনীতিও পছন্দ করি না আমি। আমি সারাক্ষণ কর্মী নিয়ে থাকি। আমি এমন কর্মী তৈরি করি নাই যে কর্মী টাকা দিয়ে কাজ করে। শামীম ওসমান বলেন, আমি ধান্ধা করলে ২০২৩ সালে এসে আমার বাড়িঘর বন্ধক রাখতে হতো না। এ নিয়ে আমার আফসোস নেই। আমার বাবাও ১৯৭৪ সালে বাড়িঘর বন্ধক রেখেছিল। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সত্তরের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও গুরুত্বপূর্ণ: শামীম ওসমান
জনপ্রিয় সংবাদ