ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন সালাহ

  • আপডেট সময় : ০৫:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

মোহামেদ সালাহ -ফাইল ছবি

ক্রীড়া ডেস্ক: বিস্ফোরক সেই মন্তব্যের পর মোহামেদ সালাহ সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানালেন কার্টিস জোন্স। লিভারপুলের এই মিডফিল্ডারের দাবি, ওই ঘটনার কোনো প্রভাব লিভারপুলের ড্রেসিং রুমে পড়েনি এবং ফুটবলারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধন বরাবরের মতোই অটুট।

সালাহর সেই মন্তব্যের পর আলোচনা-সমালোচনার তীব্র স্রোত বয়ে গেছে। মাঠের ফুটবলে ধুঁকতে থাকা দলটি জেরবার আরও বিতর্কে।

গত মৌসুমে অসধারণ পারফর্ম করা সালাহ এবার কয়েকটি ম্যাচের বাজে পারফরম্যান্সের পর জায়গা হারান একাদশে। গত ৬ ডিসেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের ম্যাচের পর মিক্সড জোনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভে ফেটে পড়েন তিনি। ক্লাবের হয়ে ‘এত কিছু করার পরও’ প্রাপ্য সম্মান না পাওয়া ও তাকে বলির পাঁঠা বানানোর অভিযোগ করেন তিনি। কোচের সঙ্গে যোগাযোগ ভেঙে পড়ার কথাও জানান তিনি, প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে কাঠগড়ায় দাঁড় করান ক্লাব কর্তৃপক্ষকে।

সেটির জবাবে তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের স্কোয়াডেই রাখা হয়নি সালাহকে। কোচ আর্না স্লট জবাব দেন তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে। সাবেক ফুটবলার ও বিশ্লেষকদের অনেকে স্রেফ ধুয়ে দেন লিভারপুলের তারকা ফরোয়ার্ডকে। তবে বাইরের এসব ঘটনার আঁচ ড্রেসিং রুমে লাগেনি বলে জোন্স জানালেন স্কাই স্পোর্টসের একটি সাক্ষাৎকারে, যেটি প্রকাশিত হয়েছে শুক্রবার।

মো নিজে আলাদা একটি সত্তা ও নিজের ভাবনার কথা সে বলতেই পারে। আমাদের কাছে সে ক্ষমা চেয়েছে এবং ব্যাপারটি এমন ছিল, ‘যদি আমার ঘটনায় কেউ প্রভাবিত হয়ে থাকে বা কারও সেই ধরনের কিছু মনে হয়, তাহলে আমি ক্ষমাপ্রার্থী।’ সে এমনই একজন মানুষ।

উত্তাল কয়েকটি দিনের পর পরিস্থিতি অবশ্য শান্ত হয়ে আসে ক্রমে। গত শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে সালাহকে রাখা হয়। বদলি হিসেবে মাঠে নেমে দলকে সহায়তা করেন তিনি গোল ও জয় পেতে। ম্যাচের পর তার উচ্ছ্বসিত প্রশংসাও করেন কোচ স্লট। সালাহ পরে আফ্রিকা কাপ অব নেশন্সের মিশর দলে যোগ দিতে চলে যান। প্রিমিয়ার লিগে শনিবার (২০ ডিসেম্বর) লিভারপুল লড়েছে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।
সানা/আপ্র/২০/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন সালাহ

আপডেট সময় : ০৫:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

ক্রীড়া ডেস্ক: বিস্ফোরক সেই মন্তব্যের পর মোহামেদ সালাহ সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানালেন কার্টিস জোন্স। লিভারপুলের এই মিডফিল্ডারের দাবি, ওই ঘটনার কোনো প্রভাব লিভারপুলের ড্রেসিং রুমে পড়েনি এবং ফুটবলারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধন বরাবরের মতোই অটুট।

সালাহর সেই মন্তব্যের পর আলোচনা-সমালোচনার তীব্র স্রোত বয়ে গেছে। মাঠের ফুটবলে ধুঁকতে থাকা দলটি জেরবার আরও বিতর্কে।

গত মৌসুমে অসধারণ পারফর্ম করা সালাহ এবার কয়েকটি ম্যাচের বাজে পারফরম্যান্সের পর জায়গা হারান একাদশে। গত ৬ ডিসেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের ম্যাচের পর মিক্সড জোনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভে ফেটে পড়েন তিনি। ক্লাবের হয়ে ‘এত কিছু করার পরও’ প্রাপ্য সম্মান না পাওয়া ও তাকে বলির পাঁঠা বানানোর অভিযোগ করেন তিনি। কোচের সঙ্গে যোগাযোগ ভেঙে পড়ার কথাও জানান তিনি, প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে কাঠগড়ায় দাঁড় করান ক্লাব কর্তৃপক্ষকে।

সেটির জবাবে তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের স্কোয়াডেই রাখা হয়নি সালাহকে। কোচ আর্না স্লট জবাব দেন তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে। সাবেক ফুটবলার ও বিশ্লেষকদের অনেকে স্রেফ ধুয়ে দেন লিভারপুলের তারকা ফরোয়ার্ডকে। তবে বাইরের এসব ঘটনার আঁচ ড্রেসিং রুমে লাগেনি বলে জোন্স জানালেন স্কাই স্পোর্টসের একটি সাক্ষাৎকারে, যেটি প্রকাশিত হয়েছে শুক্রবার।

মো নিজে আলাদা একটি সত্তা ও নিজের ভাবনার কথা সে বলতেই পারে। আমাদের কাছে সে ক্ষমা চেয়েছে এবং ব্যাপারটি এমন ছিল, ‘যদি আমার ঘটনায় কেউ প্রভাবিত হয়ে থাকে বা কারও সেই ধরনের কিছু মনে হয়, তাহলে আমি ক্ষমাপ্রার্থী।’ সে এমনই একজন মানুষ।

উত্তাল কয়েকটি দিনের পর পরিস্থিতি অবশ্য শান্ত হয়ে আসে ক্রমে। গত শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে সালাহকে রাখা হয়। বদলি হিসেবে মাঠে নেমে দলকে সহায়তা করেন তিনি গোল ও জয় পেতে। ম্যাচের পর তার উচ্ছ্বসিত প্রশংসাও করেন কোচ স্লট। সালাহ পরে আফ্রিকা কাপ অব নেশন্সের মিশর দলে যোগ দিতে চলে যান। প্রিমিয়ার লিগে শনিবার (২০ ডিসেম্বর) লিভারপুল লড়েছে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।
সানা/আপ্র/২০/১২/২০২৫