ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

সঞ্জয় দত্তকে ৭২ কোটির সম্পত্তি দান করেন এক নারী ভক্ত

  • আপডেট সময় : ০৫:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: সঞ্জয় দত্ত, বলিউডের এক সময়ের হার্টথ্রব নায়ক। ব্যক্তিজীবনে তিনি প্রয়াত অভিনেতা, প্রযোজক ও রাজনীতিবিদ সুনীল দত্ত ও নার্গিসের সন্তান তিনি। ১৯৮১ সালে ‘রকি’ সিনেমা দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন সঞ্জুবাবা। প্রথম সিনেমাই ছিল হিট। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন সঞ্জয়।

একসময় তাকে ‘চকলেট বয়’- এর তকমা দেওয় হত। কোটি তরুণীর হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। সঞ্জয়ের মহিলা অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি উঠে এসেছে সঞ্জয় দত্তের এমনই এক মহিলা অনুরাগীর কথা। তিনি প্রিয় নায়কের জন্য ঠিক কী করেছিলেন, জানলে আপনিও অবাক হবেন।
জানা গেছে, সঞ্জয় দত্তের একনিষ্ঠ অনুরাগী ছিলেন নিশা পাতিল নামে এক নারী। সেটা ছিল ২০১৮ সালের কথা। সেবছর পুলিশের কাছ থেকে একটি ফোন পান সঞ্জয়।

জানতে পারেন, তার নারী ভক্ত নিশা নিজের মৃত্যুর আগে অভিনেতার নামে কোটি টাকার সম্পত্তি উইল করে গেছেন! নিশা পাতিলের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭২ কোটি টাকা। এমনকি তিনি ব্যাঙ্কগুলিকেও চিঠি লিখে জানিয়েছিলেন, যাতে তার সমস্ত কিছু সঞ্জয় দত্তকে দিয়ে দেওয়া হয়! তবে অভিনেতা যেহেতু নিশাকে চিনতেন না, তাই কোনওভাবেই তিনি সেই সম্পত্তির দাবি করেননি। সঞ্জয় জানিয়েছেন, তিনি এমন ঘটনায় অভিভূত হয়ে পড়েন। উল্লেখ্য, বলি অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম সঞ্জয় দত্ত। অভিনয়ের পাশাপাশি একাধিক সিনেমায় প্রযোজক হিসাবেও কাজ করেছেন তিনি। ব্যাক্তিগত জীবনে সঞ্জয় দত্ত নিজেই ২৯৫ কোটি টাকার মালিক। ছবি পিছু তিনি ৮-১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায়। এছাড়াও, রয়েছে তার একাধিক ব্যবসা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করবো: উপদেষ্টা মাহফুজ

সঞ্জয় দত্তকে ৭২ কোটির সম্পত্তি দান করেন এক নারী ভক্ত

আপডেট সময় : ০৫:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: সঞ্জয় দত্ত, বলিউডের এক সময়ের হার্টথ্রব নায়ক। ব্যক্তিজীবনে তিনি প্রয়াত অভিনেতা, প্রযোজক ও রাজনীতিবিদ সুনীল দত্ত ও নার্গিসের সন্তান তিনি। ১৯৮১ সালে ‘রকি’ সিনেমা দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন সঞ্জুবাবা। প্রথম সিনেমাই ছিল হিট। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন সঞ্জয়।

একসময় তাকে ‘চকলেট বয়’- এর তকমা দেওয় হত। কোটি তরুণীর হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। সঞ্জয়ের মহিলা অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি উঠে এসেছে সঞ্জয় দত্তের এমনই এক মহিলা অনুরাগীর কথা। তিনি প্রিয় নায়কের জন্য ঠিক কী করেছিলেন, জানলে আপনিও অবাক হবেন।
জানা গেছে, সঞ্জয় দত্তের একনিষ্ঠ অনুরাগী ছিলেন নিশা পাতিল নামে এক নারী। সেটা ছিল ২০১৮ সালের কথা। সেবছর পুলিশের কাছ থেকে একটি ফোন পান সঞ্জয়।

জানতে পারেন, তার নারী ভক্ত নিশা নিজের মৃত্যুর আগে অভিনেতার নামে কোটি টাকার সম্পত্তি উইল করে গেছেন! নিশা পাতিলের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭২ কোটি টাকা। এমনকি তিনি ব্যাঙ্কগুলিকেও চিঠি লিখে জানিয়েছিলেন, যাতে তার সমস্ত কিছু সঞ্জয় দত্তকে দিয়ে দেওয়া হয়! তবে অভিনেতা যেহেতু নিশাকে চিনতেন না, তাই কোনওভাবেই তিনি সেই সম্পত্তির দাবি করেননি। সঞ্জয় জানিয়েছেন, তিনি এমন ঘটনায় অভিভূত হয়ে পড়েন। উল্লেখ্য, বলি অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম সঞ্জয় দত্ত। অভিনয়ের পাশাপাশি একাধিক সিনেমায় প্রযোজক হিসাবেও কাজ করেছেন তিনি। ব্যাক্তিগত জীবনে সঞ্জয় দত্ত নিজেই ২৯৫ কোটি টাকার মালিক। ছবি পিছু তিনি ৮-১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায়। এছাড়াও, রয়েছে তার একাধিক ব্যবসা।