ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

সঙ্গীর কাছে গুরুত্ব বোঝার উপায়

  • আপডেট সময় : ১১:০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • ১৪৬ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক : দুজন দুজনকেই ভালবাসেন। একজন হয়তো অন্যজনের জন্য পারলে জীবনটাই দিয়ে দেন। কিন্তু অন্যজনকে তেমন দেখা যায় না। সে হয়তো ভালোবাসার বিপুল স্রোতে ভেসে যাননা। তীরে দাঁড়িয়ে শুধু নিজের অস্তিত্ব জানান দিয়ে যান। এমন পরিস্থিতিতে যিনি সব আবেগকে পুঁজি করে ভালবেসে গেলেন, তার ক্ষেত্রে দেখা দিতে পারে অস্তিত্ব সংকট। এই রকমটা তখনই ঘটে, যখন আপনার সঙ্গীর প্রথম পছন্দ আপনি নন। আগেও কেউ ছিল। তাই আপনার সঙ্গীর বিশেষ কয়েকটি লক্ষণের দিকে খেয়াল রেখে চলবেন। এতে সহজেই বুঝে যেতে পারবেন তার মনের কথা।
কোনো পরিকল্পনা করতে নারাজ : সিনেমা বা রেস্তোরাঁয় খেতে যাওয়া হোক, নিদেনপক্ষে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রেও কি আগে থেকে পরিকল্পনা করতে নারাজ সঙ্গী? তাহলে ধরে নেবেন, তার অন্য কোনো পরিকল্পনা আছে, যার গুরুত্ব আপনার চেয়ে বেশি। সেই পরিকল্পনাটির ওপর নির্ভর করছে আপনার সঙ্গে সময় কাটানোর বিষয়টি।
প্রয়োজন ছাড়া কথা না বলা : ভালবাসলেই প্রতিটি ক্ষণ কাছাকাছি থাকতে হবে বা সারাক্ষণ কথা বলতে হবে এর কোনো মানে নেই। কথা ঠিক। কিন্তু প্রয়োজন ছাড়া কথা না বলা-সেটাও ভালো লক্ষণ নয়। এরকম হলে বুঝবেন, সঙ্গী ব্যস্ততার অজুহাতে এড়িয়ে যাচ্ছেন। অথচ নেটমাধ্যমে সব সময় সক্রিয় আছেন। সেক্ষেত্রে ধরে নিতে হবে আপনার চেয়েও গুরুত্বপূর্ণ কেউ আছে তার।
কোনও পরিকল্পনা ঘন ঘন বাতিল করে দিলে : অনেকদিন পর দু’জনে একসঙ্গে কোথাও বেড়াবেন বলে আশা করে আছেন। কিন্তু বিধি বাম। শেষ মুহূর্তে দেখা গেল, একটা কাজ পড়ে গেছে- এই বলে সেই পরিকল্পনা বাতিল করে দিলেন আপনার সঙ্গী। বোঝা যায়, যে কাজই থাকুক সেটি আপনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে হতে পারে আসলেই এটা কোনো জরুরি কাজ, তাই সঙ্গত কারণেই পরিকল্পনাটি বাতিল করেছেন।
একসঙ্গে কাটনো মুহূর্তগুলো মনে না রাখা : ভালোবাসার কালে দু’জনের একসঙ্গে কত সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। সব মনে রেখেছেন আপনি। কিন্তু আপনার সঙ্গী? কিছুই মনে রাখেননি। এটা এমনও হতে পারে, কাটানো মুহূর্তগুলো আপনার কাছে হয়তো সোনালি সময়, কিন্তু আপনার সঙ্গীর কাছে শুধু তামাটে। সচরাচর এসব লক্ষণেই সঙ্গীর মনের খবর অনেকটাই বুঝে নেওয়া যায়। তবে, সবক্ষেত্রেই কিছু ব্যতিক্রমী চরিত্র বা বৈশিষ্ট্যের মানুষ থাকে। তেমনক্ষেত্রে আবার এসব লক্ষণে সঠিক অনুমান বা ধারণা করা নাও যেতে পারে।-

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সঙ্গীর কাছে গুরুত্ব বোঝার উপায়

আপডেট সময় : ১১:০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২

লাইফস্টাইল ডেস্ক : দুজন দুজনকেই ভালবাসেন। একজন হয়তো অন্যজনের জন্য পারলে জীবনটাই দিয়ে দেন। কিন্তু অন্যজনকে তেমন দেখা যায় না। সে হয়তো ভালোবাসার বিপুল স্রোতে ভেসে যাননা। তীরে দাঁড়িয়ে শুধু নিজের অস্তিত্ব জানান দিয়ে যান। এমন পরিস্থিতিতে যিনি সব আবেগকে পুঁজি করে ভালবেসে গেলেন, তার ক্ষেত্রে দেখা দিতে পারে অস্তিত্ব সংকট। এই রকমটা তখনই ঘটে, যখন আপনার সঙ্গীর প্রথম পছন্দ আপনি নন। আগেও কেউ ছিল। তাই আপনার সঙ্গীর বিশেষ কয়েকটি লক্ষণের দিকে খেয়াল রেখে চলবেন। এতে সহজেই বুঝে যেতে পারবেন তার মনের কথা।
কোনো পরিকল্পনা করতে নারাজ : সিনেমা বা রেস্তোরাঁয় খেতে যাওয়া হোক, নিদেনপক্ষে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রেও কি আগে থেকে পরিকল্পনা করতে নারাজ সঙ্গী? তাহলে ধরে নেবেন, তার অন্য কোনো পরিকল্পনা আছে, যার গুরুত্ব আপনার চেয়ে বেশি। সেই পরিকল্পনাটির ওপর নির্ভর করছে আপনার সঙ্গে সময় কাটানোর বিষয়টি।
প্রয়োজন ছাড়া কথা না বলা : ভালবাসলেই প্রতিটি ক্ষণ কাছাকাছি থাকতে হবে বা সারাক্ষণ কথা বলতে হবে এর কোনো মানে নেই। কথা ঠিক। কিন্তু প্রয়োজন ছাড়া কথা না বলা-সেটাও ভালো লক্ষণ নয়। এরকম হলে বুঝবেন, সঙ্গী ব্যস্ততার অজুহাতে এড়িয়ে যাচ্ছেন। অথচ নেটমাধ্যমে সব সময় সক্রিয় আছেন। সেক্ষেত্রে ধরে নিতে হবে আপনার চেয়েও গুরুত্বপূর্ণ কেউ আছে তার।
কোনও পরিকল্পনা ঘন ঘন বাতিল করে দিলে : অনেকদিন পর দু’জনে একসঙ্গে কোথাও বেড়াবেন বলে আশা করে আছেন। কিন্তু বিধি বাম। শেষ মুহূর্তে দেখা গেল, একটা কাজ পড়ে গেছে- এই বলে সেই পরিকল্পনা বাতিল করে দিলেন আপনার সঙ্গী। বোঝা যায়, যে কাজই থাকুক সেটি আপনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে হতে পারে আসলেই এটা কোনো জরুরি কাজ, তাই সঙ্গত কারণেই পরিকল্পনাটি বাতিল করেছেন।
একসঙ্গে কাটনো মুহূর্তগুলো মনে না রাখা : ভালোবাসার কালে দু’জনের একসঙ্গে কত সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। সব মনে রেখেছেন আপনি। কিন্তু আপনার সঙ্গী? কিছুই মনে রাখেননি। এটা এমনও হতে পারে, কাটানো মুহূর্তগুলো আপনার কাছে হয়তো সোনালি সময়, কিন্তু আপনার সঙ্গীর কাছে শুধু তামাটে। সচরাচর এসব লক্ষণেই সঙ্গীর মনের খবর অনেকটাই বুঝে নেওয়া যায়। তবে, সবক্ষেত্রেই কিছু ব্যতিক্রমী চরিত্র বা বৈশিষ্ট্যের মানুষ থাকে। তেমনক্ষেত্রে আবার এসব লক্ষণে সঠিক অনুমান বা ধারণা করা নাও যেতে পারে।-