ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

সংসার-সন্তানহীন অক্ষয় খান্না

  • আপডেট সময় : ০৮:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : অক্ষয়ের পুরোনো একটি সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে। যেখানে অভিনেতাকে বিয়ে এবং সন্তানদের নিয়ে কথা বলতে শোনা যায়। ৪৯ বছর বয়সেও অবিবাহিত অক্ষয়। অনেকের মনেই তাই প্রশ্ন, আর কবে বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেতা? এ বিষয়ে অক্ষয়ের স্পষ্ট বক্তব্য, বিয়ে করতে চান না তিনি। কারণ বিয়ের জন্য নিজেকে উপযুক্ত মনে করেন না। শুধু তাই নয়, সন্তান দত্তক নেওয়ার ব্যাপারেও কোনও চিন্তাভাবনা নেই আপাতত অক্ষয়ের। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেতা নিজেকে ভাগ্যবান বলে উল্লেখ করেছেন।

কারণ তার উপর কোনও বড় দায়িত্ব নেই, কেবল নিজের যত্ন নেওয়া ছাড়া। ‘বলিউড হাঙ্গামা’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অক্ষয় বলেন, ‘সন্তান দত্তক নেওয়া খুব বড় দায়িত্ব। আমি খুশি, আমি একা। কোনও দায়িত্ব নেই। তাই আমার দায়িত্ব নেওয়ারও কেউ নেই। আর আমার জন্য চিন্তা করারও কেউ নেই। আমাকে নিজের জন্য কেবল চিন্তা করতে হবে। আর এই পৃথিবীতে বেঁচে থাকাটা একটা অসাধারণ জার্নি। দারুণ অভিজ্ঞতা বলা চলে।

’ প্রসঙ্গত, বিনোদ খান্না এবং গীতাঞ্জলি খান্নার ছেলে অক্ষয়। অভিনেতার বাবা-মা বহুদিন আগেই মারা গেছেন। ভাই রাহুল খান্নাও অভিনেতা। অক্ষয় বরাবরই একা থাকেন। তবে একটা সময় কারিশ্মা কাপুর, ঐশ্বরিয়া রাই, তারা শর্মা এবং ঊর্বশী শর্মার মতো অভিনেত্রীদের সঙ্গে তার প্রেমের চর্চা ছিল। তবে কখনওই সেই প্রেম স্বীকার করেননি অক্ষয়।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সংসার-সন্তানহীন অক্ষয় খান্না

আপডেট সময় : ০৮:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

প্রত্যাশা ডেস্ক : অক্ষয়ের পুরোনো একটি সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে। যেখানে অভিনেতাকে বিয়ে এবং সন্তানদের নিয়ে কথা বলতে শোনা যায়। ৪৯ বছর বয়সেও অবিবাহিত অক্ষয়। অনেকের মনেই তাই প্রশ্ন, আর কবে বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেতা? এ বিষয়ে অক্ষয়ের স্পষ্ট বক্তব্য, বিয়ে করতে চান না তিনি। কারণ বিয়ের জন্য নিজেকে উপযুক্ত মনে করেন না। শুধু তাই নয়, সন্তান দত্তক নেওয়ার ব্যাপারেও কোনও চিন্তাভাবনা নেই আপাতত অক্ষয়ের। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেতা নিজেকে ভাগ্যবান বলে উল্লেখ করেছেন।

কারণ তার উপর কোনও বড় দায়িত্ব নেই, কেবল নিজের যত্ন নেওয়া ছাড়া। ‘বলিউড হাঙ্গামা’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অক্ষয় বলেন, ‘সন্তান দত্তক নেওয়া খুব বড় দায়িত্ব। আমি খুশি, আমি একা। কোনও দায়িত্ব নেই। তাই আমার দায়িত্ব নেওয়ারও কেউ নেই। আর আমার জন্য চিন্তা করারও কেউ নেই। আমাকে নিজের জন্য কেবল চিন্তা করতে হবে। আর এই পৃথিবীতে বেঁচে থাকাটা একটা অসাধারণ জার্নি। দারুণ অভিজ্ঞতা বলা চলে।

’ প্রসঙ্গত, বিনোদ খান্না এবং গীতাঞ্জলি খান্নার ছেলে অক্ষয়। অভিনেতার বাবা-মা বহুদিন আগেই মারা গেছেন। ভাই রাহুল খান্নাও অভিনেতা। অক্ষয় বরাবরই একা থাকেন। তবে একটা সময় কারিশ্মা কাপুর, ঐশ্বরিয়া রাই, তারা শর্মা এবং ঊর্বশী শর্মার মতো অভিনেত্রীদের সঙ্গে তার প্রেমের চর্চা ছিল। তবে কখনওই সেই প্রেম স্বীকার করেননি অক্ষয়।