বিনোদন ডেস্ক : ভেঙে গেলো বলিউডের জনপ্রিয় গায়ক ইয়ো ইয়ো হানি সিংয়ের সংসার। দিল্লির সাকেত জেলা আদালতে শালিনী তলোয়ার ও হানি সিং দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়েছে। ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর, শালিনীকে ভরণপোষণ হিসেবে এক কোটি টাকা দিয়েছেন এই গায়ক। দীর্ঘদিন স্ত্রী শালিনীর সঙ্গে আইনি লড়াই চলছিল হানি সিংয়ের। স্বামীর বিরুদ্ধে পরকীয়ারসহ একাধিক অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন শালিনী। দীর্ঘ দিন প্রেমের পর ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন হানি সিং ও শালিনী। তবে ২০১৪ সালে টেলিভিশন রিয়ালিটি শো ‘রওস্টার’র একটি পর্বে প্রথমবার স্ত্রী হিসেবে শালিনীকে পরিচয় করিয়ে দেন হানি সিং। সামাজিকমাধ্যমে বেশ সজাগ শালিনী, মাঝে মধ্যেই স্বামী হানি সিংয়ের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যেত তাকে। যা দেখে সবাই মনে করতো দাম্পত্য জীবনে বেশ সুখী তারা।