ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

সংসদের সামনে সাংবাদিক হেনস্তাকারী সেই পুলিশ কনস্টেবল প্রত্যাহার

  • আপডেট সময় : ০২:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে দায়িত্বরত সাংবাদিককে হেনস্তা করার ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মো. শাহিনুর রহমান নামের ওই কনস্টেবলকে ডিএমপির প্ররক্ষা বিভাগ থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. ফারুক হোসেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
গত রোববার বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ খবর সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে সরাসরি সম্প্রচার করার সময় নাগরিক টিভির সিনিয়র রিপোর্টার সাইদ আরমানের মাইক্রোফোন কেড়ে নিয়ে তাকে সেখান থেকে সরিয়ে দেন কনস্টেবল শাহিন। একজন সাংবাদিককে এভাবে দায়িত্ব পালনে বাধা দেওয়ার ওই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়ে পুলিশ। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি এক বিবৃতিতে বিষয়টিকে ‘স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার অন্তরায়’ হিসেবে বর্ণনা করে। উপ-কমিশনার ফারুক হোসেন বলেন, “বিষয়টি ডিএমপি কমিশনারকে অবহিত করা হয়। তিনি কনস্টেবল মো. শাহিনুর রহমানের অপেশাদার আচরণের জন্য তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছেন।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নুরুল হকের ওপর নৃশংস হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে

সংসদের সামনে সাংবাদিক হেনস্তাকারী সেই পুলিশ কনস্টেবল প্রত্যাহার

আপডেট সময় : ০২:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে দায়িত্বরত সাংবাদিককে হেনস্তা করার ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মো. শাহিনুর রহমান নামের ওই কনস্টেবলকে ডিএমপির প্ররক্ষা বিভাগ থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. ফারুক হোসেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
গত রোববার বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ খবর সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে সরাসরি সম্প্রচার করার সময় নাগরিক টিভির সিনিয়র রিপোর্টার সাইদ আরমানের মাইক্রোফোন কেড়ে নিয়ে তাকে সেখান থেকে সরিয়ে দেন কনস্টেবল শাহিন। একজন সাংবাদিককে এভাবে দায়িত্ব পালনে বাধা দেওয়ার ওই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়ে পুলিশ। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি এক বিবৃতিতে বিষয়টিকে ‘স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার অন্তরায়’ হিসেবে বর্ণনা করে। উপ-কমিশনার ফারুক হোসেন বলেন, “বিষয়টি ডিএমপি কমিশনারকে অবহিত করা হয়। তিনি কনস্টেবল মো. শাহিনুর রহমানের অপেশাদার আচরণের জন্য তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছেন।”