নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস রাখার বিষয়ে তার দল অবিচল। গণভোটে ৪টি প্রশ্ন রাখলে নির্বাচনের আগের দিন পর্যন্ত জনগণ সেটির অর্থ বুঝবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারদের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কিছু আলেম-ওলামা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলন; সেটি দুঃখজনক ছিল বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।
ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া ইসলাম সমর্থন করে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একদল মুখে ইসলামের কথা বললেও বাস্তবে তারা তা পালন করে না।
ইসলামিক ফাউন্ডেশনে দলীয় লোক বসালে তা সঠিকভাবে চলবে না উল্লেখ করে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে ইসলামিক ফাউন্ডেশনের সব সমস্যা সমাধান করা হবে।
সংস্কার প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, সংবিধানে মৌলিক সংস্কারের প্রস্তাব বিএনপিই প্রথম দিয়েছিল। দেশে যে পরিবর্তনের সুযোগ আসছে, তা আমরা কাজে লাগিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা স্থায়ী করতে চাই।
মির্জা ফখরুল বলেন, বড় বড় পণ্ডিতরা দেশ-বিদেশ থেকে এসে সংস্কারের প্রস্তাব দেন। শেষে যে পিআরের কথা বললেন তা জনগণ বোঝে না। বিএনপি সংস্কার চায় বলেই জুলাই সনদে স্বাক্ষর করেছে। একটি রাজনৈতিক মহল এতদিন পিআরের জন্য সমানে চিৎকার করলেও এখন সুর নরম করেছে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি গণতন্ত্র থাকলে সবার অধিকার প্রতিষ্ঠা করা যায়।
বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে জোটগঠন বিষয়ে তিনি বলেন,একসময় জামায়াতের সঙ্গে বিএনপি জোটবদ্ধ থাকলেও শেষ ১০ বছর তাদের সঙ্গে আমরা ছিলাম না। ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের দৃশ্যমান কিছু দেখা যায়নি। শোনা যায় বিগত দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সেজে অবস্থান করেছিল তাদের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।
এসি/আপ্র/২২/১১/২০২৫





















