নিজস্ব প্রতিবেদক : গণমাধ্যমকর্মী আইনের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সংবাদকর্মীর সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ। সংজ্ঞায় যে ফাঁকফোকর থেকে যায় ঐ ফাঁকফোকর দিয়ে মালিকপক্ষ কিন্তু আপনাকে অস্বীকার করে বসে পড়বে।
গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ব্রডকাস্ট প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (বিপিএ) নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসানুল হক ইনু বলেন, আমি তথ্য মন্ত্রণালয়ে কাজ করেছি সাত বছর। যতই আমি নিরপেক্ষ হই, ওখানে যে অংশিজন রয়েছে কেউ খুশি হয়েছে, কেউ রাগ করেছে, কেউ বিরক্ত হয়েছে। আমিই যদি সেই মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি চালাই তাহলে তো কঠিন হবে।
খসড়া গণমাধ্যমকর্মী আইনের বিষয়ে ইনু বলেন, গণমাধ্যমকর্মী বলা হয়েছে গণমাধ্যমে পূর্ণকালীন কর্মরত সাংবাদিক, কলাকুশলী, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী যারা নিবন্ধিত সংবাদপত্রের মালিকানাধীন ছাপাখানার শ্রমিক এবং বিভিন্ন বিভাগে নিয়োজিত কর্মীকে বোঝায়। কর্মরত সাংবাদিক বলতে কেউ যদি বলে, গণমাধ্যম প্রতিষ্ঠানের পূর্ণকালীন সাংবাদিক যিনি সম্পাদক, প্রধান সম্পাদক, হেড অব নিউজ, নির্বাহী সম্পাদক, সহকারী সম্পাদক, বার্তা প্রযোজক, স্টাফ রাইটার, বার্তা সম্পাদক, সাব এডিটর, নিউজরুম এডিটর, সংবাদ প্রযোজক, ফিচার লেখক, প্রধান প্রতিবেদক, চীফ সাব-এডিটর, প্রধান সম্পাদনা সহকারী, সিনিয়র সাব এডিটর, স্টাফ রিপোর্টার, সাব-এডিটর, আলোকচিত্র সাংবাদিক ও সম্পাদক, সিনিয়র সম্পাদনা সহকারী, রিপোার্টার, সংবাদদাতা, ডেস্ক ইনচার্জ, কপি হোল্ডার, সম্পাদনা সহকারী, কার্টুনিস্ট ক্যাটালগ অফিসার ইত্যাদি পদে নিয়োজিত রয়েছেন তাদেরকে কর্মরত সাংবাদিক বলবো। আপনারা যে কাজটা করেন সে কাজগুলো সংজ্ঞায়িত হলে গণমাধ্যমের কর্মীদের যে সুযোগ সুবিধা সেভাবেই চিহ্নিত করা যাবে। সংজ্ঞায়িত না থাকলে তাদের অসুবিধা হয়।
আইনটি নিয়ে সাংবাদিকদের করণীয় বিষয়ে হাসানুল হক ইনু বলেস, আমি এতটুকু কথা দিতে পারি, আপনাদের পরামর্শ আপনারা লিখিত আকারে এবং সশীরের হাজির হয়ে কমিটির সামনে উত্থাপন করেন। তারপরে আলোচনা করা যাবে।
ব্রডকাস্ট প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (বিপিএ) এর বিদায়ী সাধাারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দারের সঞ্চালনায় নতুন কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী, ব্রডকাস্ট প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (বিপিএ) বিদায়ী সভাপতি আকা রেজা গালিব, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক একাত্তর টেলিভিশনের হেড অব প্লানিং অ্যান্ড কনটেন্ট নূর সাফা জুলহাজ, নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক প্রসাদ বড়ুয়া প্রমুখ।
সংবাদকর্মীর সংজ্ঞা খুব গুরুত্বপূর্ণ: ইনু
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ