সিলেট সংবাদদাতা : বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে যাত্রীবাহী বাস ঢুকে পড়ে পেট্রল পাম্পে। এতে বাসে থাকা যাত্রীরা প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন ১৫ জন। বাসের ধাক্কায় পেট্রল পাম্পের একটি খুঁটি ভেঙে পড়েছে। এছাড়া বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- শাহিন, সোহরাব, সৃজন, রিদিষা, আনোয়ার আলী, সুমি আক্তার, শেখ জিয়াউল, রতন, রুহুল আমিন, শেখ আহুরা, আকবর আলী, মনির হোসেন ও আমিন। বাসের যাত্রী আরাফাত হোসেন বলেন, ‘বিপরীতমুখী ট্রাক পাম্পে ঢুকতে চেয়েছিল। এর জন্য ট্রাকচালক সিগন্যাল দেন, কিন্তু বাসচালক হয়তো সিগন্যাল খেয়াল করেননি। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের উপক্রম হলে বাসচালক যাত্রীদের নিয়ে পাম্পে ঢুকে যান। বাসটি খাদে পড়ে গেলে হয়তো প্রাণহানির ঘটনা ঘটত। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এছাড়া পাম্পের একটি খুঁটি ভেঙে পড়েছে।’ কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, ‘পাম্পের খুঁটির সঙ্গে ধাক্কা না খেলে বাসটি হয়তো খাদে পড়ত। ভাগ্যক্রমে যাত্রীরা বেঁচে গেছেন।’
সংঘর্ষ এড়াতে পেট্রল পাম্পে ঢুকে গেল বাস, আহত ১৫
জনপ্রিয় সংবাদ





















