ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫
সংঘর্ষে নিহত ১, আহত ২০

সংঘর্ষে নিহত ১, আহত ২০

  • আপডেট সময় : ১২:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সংবাদদাতা :গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আনসার চৌধুরী (৫৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছন উভয় পক্ষের অন্তত ২০ জন। গতকাল সোমবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার নিজামকান্দি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আনসার নিজামকান্দি গ্রামের বাসিন্দা। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নিজামকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নওশের আলী ও মোখলেসুল রহমান মাস্টার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে। সম্প্রতি মাস্টার গ্রুপের শফিক মোল্লার দোকানে পুলিশ দিয়ে হয়রানি করানোর অভিযোগ ওঠে চেয়ারম্যানের বিরুদ্ধে। এর জের ধরে সকালে নিজামকান্দি বাজারে কথা কাটাকাটির একপর্যায়ে দুই গ্রুপের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে আনসার চৌধুরীসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত সাতজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আনসার চৌধুরীকে মৃত ঘোষণা করেন। তিনি মাস্টার গ্রুপের লোক বলে জানা গেছে। আহতদের মধ্যে ছয়জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে নিয়েছেন। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান ওসি।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সংঘর্ষে নিহত ১, আহত ২০

সংঘর্ষে নিহত ১, আহত ২০

আপডেট সময় : ১২:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

গোপালগঞ্জ সংবাদদাতা :গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আনসার চৌধুরী (৫৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছন উভয় পক্ষের অন্তত ২০ জন। গতকাল সোমবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার নিজামকান্দি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আনসার নিজামকান্দি গ্রামের বাসিন্দা। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নিজামকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নওশের আলী ও মোখলেসুল রহমান মাস্টার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে। সম্প্রতি মাস্টার গ্রুপের শফিক মোল্লার দোকানে পুলিশ দিয়ে হয়রানি করানোর অভিযোগ ওঠে চেয়ারম্যানের বিরুদ্ধে। এর জের ধরে সকালে নিজামকান্দি বাজারে কথা কাটাকাটির একপর্যায়ে দুই গ্রুপের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে আনসার চৌধুরীসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত সাতজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আনসার চৌধুরীকে মৃত ঘোষণা করেন। তিনি মাস্টার গ্রুপের লোক বলে জানা গেছে। আহতদের মধ্যে ছয়জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে নিয়েছেন। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান ওসি।