সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জজেলার দোয়রাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঘিলাতলী গ্রামের দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ওই ধর্ষণের ঘটনা ঘটে। ইতোমধ্যে, এক ধর্ষক মনির মিয়াকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। তিনি জাহাঙ্গীরনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। এদিকে, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বুধবার রাতে দুই ধর্ষকসহ তিন জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ২২ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। এরপর মেডিকেল পরীক্ষার জন্য তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।