ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

সংক্ষিপ্ত সিলেবাসে হবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

  • আপডেট সময় : ০৪:৪৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। তবে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারে ২০২৬ সালের এসএসসি ও সমমানের নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে, যেসব শিক্ষার্থী অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে, তাদের ২০২৫ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুসারে পরীক্ষা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে সব শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানপ্রধান, শিক্ষার্থী ও অভিভাবকদের দ্রুত অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিজ্ঞপ্তিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেশা বদলাচ্ছেন শিক্ষকরা

সংক্ষিপ্ত সিলেবাসে হবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

আপডেট সময় : ০৪:৪৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। তবে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারে ২০২৬ সালের এসএসসি ও সমমানের নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে, যেসব শিক্ষার্থী অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে, তাদের ২০২৫ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুসারে পরীক্ষা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে সব শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানপ্রধান, শিক্ষার্থী ও অভিভাবকদের দ্রুত অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিজ্ঞপ্তিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

এসি/