প্রত্যাশা ডেস্ক : ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভার্ড ক্যাবরাল। গতকাল সোমবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এক টুইটার বার্তায় গভর্নর ক্যাবলাল জানান, এরই মধ্যে তিনি তার পদত্যাগপত্র প্রেসিডেন্ট রাজাপাকসের কাছে জমা দিয়েছেন। তবে প্রেসিডেন্ট তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন কি না সে ব্যাপারে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। এর আগে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার ২৬ সদস্য তাদের পদত্যাগপত্র জমা দেন। রোববার (৩ এপ্রিল) দেশটির শিক্ষামন্ত্রী দিনেশ গুণবর্ধন বিষয়টি নিশ্চিত করেন। বৈদেশিক মুদ্রার সংকটের মধ্যেই গত সেপ্টেম্বরে গভর্নর হিসেবে দায়িত্ব নেন তিনি। বৈদেশিক ঋণের ওপর নির্ভরশীলতা কমাতে কাজ করলেও চলমান সংকট মোকাবেলায় ব্যর্থ হয়েছেন তিনি।