নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মহামারির মধ্যে অন্য সময়ের মতো এবারও আসন্ন ষোড়শ অধিবেশনে গণমাধ্যম কর্মীরা জাতীয় সংসদে ঢুকে সংবাদ সংগ্রহ করতে পারছেন না।
গতকাল মঙ্গলবার সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে সংসদ টেলিভিশনের সরাসরি সম্প্রচার দেখে সংবাদ সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ১৬ জানুয়ারি বিকাল ৪টায় একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন আহ্বান করেছেন। এটি নতুন বছরের প্রথম অধিবেশন। নিয়ম অনুযায়ী এ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। তার ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে। ওই প্রস্তাবের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। বিজ্ঞপ্তিতে বলা হয়, “করোনাভাইরাস মহামারীজনিত ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার থেকে কাভার করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।”
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে আতঙ্কের মধ্যে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে দেশে শনাক্তের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩০ জন। সংক্রমণের এমন ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে অধিবেশন চলার সময় গণমাধ্যমের সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলেও সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মহামারির সময়ে অনুষ্ঠিত সংসদ অধিবেশনগুলো সংসদ ভবনে না গিয়ে টেলিভিশনে সরাসরি সম্প্রচার দেখে সংবাদ সংগ্রহ করে আসছেন গণমাধ্যম কর্মীরা। অবশ্য করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় নেগেটিভ সনদ থাকার শর্তে চলতি অর্থবছরের বাজেট পেশ এবং পাসের দিন সংসদ ভবনে প্রবেশের সুযোগ পেয়েছিলেন সাংবাদিকরা। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালে অনুষ্ঠিত সংসদের বিশেষ অধিবেশনে সংসদে গিয়ে একদিনের জন্য সংবাদ সংগ্রহের সুযোগ দেওয়া হয়েছিল।
ষোড়শ অধিবেশনেও সাংবাদিকদের সংসদে ঢুকতে মানা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ























