ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

ষাটোর্ধ্ব ভিক্ষুক জাপটে ধরলেন ছিনতাইকারীকে

  • আপডেট সময় : ০২:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে পালানোর সময় ছিনতাইকারীকে জাপটে ধরেছেন ষাটোর্ধ্ব এক ভিক্ষুক। পরে অন্য ব্যক্তিরা এসে সেই ছিনতাইকারীকে ধরে পুলিশে দেন। গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার ৩ নম্বর সেক্টরের কুশল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। ওই ভিক্ষুকের নাম বাবর মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা। ছিনতাইকারীর নাম সবুজ। তাঁর বাড়ি পিরোজপুরে। ছিনতাইকারী ধরতে সহায়তা করায় বাবরকে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন কিছু নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেন। ঘটনার সময় বাবর কুশল সেন্টারের সামনে ভিক্ষা করছিলেন জানিয়ে ওসি মহসীন বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আঁখি মনি সিভার গলার চেইন নিয়ে পালাচ্ছিলেন সবুজ। সিভা চিৎকার করলে আশপাশের লোকজন সবুজের পিছু নেন। সবুজকে পালাতে দেখে বাবর পথরোধ করে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে ফেলে দেন। এরপর সবুজকে জাপটে ধরেন। পরে আশপাশের লোকজন সবুজকে ধরে পুলিশে সোপর্দ করেন। পুলিশের ভয়ে সবুজ চেইনটি গিলে ফেলেন। পরে বমি করিয়ে সেই চেইন বের করে আনা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ষাটোর্ধ্ব ভিক্ষুক জাপটে ধরলেন ছিনতাইকারীকে

আপডেট সময় : ০২:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে পালানোর সময় ছিনতাইকারীকে জাপটে ধরেছেন ষাটোর্ধ্ব এক ভিক্ষুক। পরে অন্য ব্যক্তিরা এসে সেই ছিনতাইকারীকে ধরে পুলিশে দেন। গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার ৩ নম্বর সেক্টরের কুশল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। ওই ভিক্ষুকের নাম বাবর মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা। ছিনতাইকারীর নাম সবুজ। তাঁর বাড়ি পিরোজপুরে। ছিনতাইকারী ধরতে সহায়তা করায় বাবরকে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন কিছু নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেন। ঘটনার সময় বাবর কুশল সেন্টারের সামনে ভিক্ষা করছিলেন জানিয়ে ওসি মহসীন বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আঁখি মনি সিভার গলার চেইন নিয়ে পালাচ্ছিলেন সবুজ। সিভা চিৎকার করলে আশপাশের লোকজন সবুজের পিছু নেন। সবুজকে পালাতে দেখে বাবর পথরোধ করে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে ফেলে দেন। এরপর সবুজকে জাপটে ধরেন। পরে আশপাশের লোকজন সবুজকে ধরে পুলিশে সোপর্দ করেন। পুলিশের ভয়ে সবুজ চেইনটি গিলে ফেলেন। পরে বমি করিয়ে সেই চেইন বের করে আনা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।