নিজস্ব প্রতিবেদক : ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে অনুষ্ঠিত ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ০৭ শতাংশ। এ নির্বাচনে ২১৮টি ইউপির মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতার ১২ জনসহ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১১৭ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৯৫টি ইউপিতে। এছাড়া জাতীয় পার্টি (জাপা) তিনটি ও জাতীয় পার্টি (জেপি) একটি ইউপিতে জয়ী হয়েছে। দুটি ইউনিয়নের ফল স্থগিত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশন (ইসি) থেকে সমন্বিত ফল প্রকাশ করা হয়। এ ধাপের নির্বাচনে ৪০ লাখ ৬৯ হাজার ৫৩৮ জন ভোটারের মধ্যে ২৮ লাখ ১০ হাজার ৬৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সব চেয়ে বেশি ভোট পড়েছে বগুড়া সদর উপজেলার ফাঁফোড় ইউপিতে। এখানে ভোটের হার হচ্ছে ৮৭.৮৮%। আর সব চেয়ে কম ভোট পড়েছে দোহারের মুকসুদপুর ইউপিতে। এই ইউপিতে ভোটের হার ৫৩.৭৩%। এখানে ২২ হাজার ৫৬২ ভোটারের মধ্যে ১২ হাজার ১২২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ষষ্ঠ ধাপের ইউপিতে ভোটের হার ৬৯ শতাংশ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ