প্রত্যাশা ডেস্ক : শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি খুবই আশঙ্কাজনক। ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে এই দ্বীপরাষ্ট্র। এমন পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার দেশটিতে সফর না করার জন্য নিজ দেশের নাগরিকদের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, সিঙ্গাপুর এবং বাহরাইন। এছাড়া একদিন আগেই কলম্বোর মার্কিন দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। শ্রীলঙ্কায় থাকা নাগরিকদের সতর্ক করেছে দেশটি। নাগরিকদের সহিংস এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়ে কলোম্বোর মার্কিন দূতাবাস জানিয়েছে, শান্তিপূর্ণ হওয়ার উদ্দেশ্যে করা বিক্ষোভগুলো সংঘর্ষে পরিণত হতে পারে এবং সম্ভবত সহিংসতায় রূপ নিতে পারে। এসব এলাকা এড়িয়ে চলুন এবং সতর্কতা অবলম্বন করুন। সমাবেশ বা বিক্ষোভের এলাকা এড়িয়ে চলুন। অপ্রত্যাশিতভাবে বড় সমাবেশ বা বিক্ষোভের আশেপাশে থাকলে সতর্কতা অবলম্বন করুন। আপডেটের জন্য স্থানীয় মিডিয়া মনিটর করুন। এছাড়াও যুক্তরাজ্য, বাহরাইন ও সিঙ্গাপুরও তাদের নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে বলেছে। এছাড়া শ্রীলঙ্কায় ভ্রমণের বিষয়েও সতর্কতা জারি করেছে দেশগুলো।
শ্রীলঙ্কায় মার্কিন দূতাবাস বন্ধ, ব্রিটেন-সিঙ্গাপুরের সতর্কতা জারি
ট্যাগস :
শ্রীলঙ্কায় মার্কিন দূতাবাস বন্ধ
জনপ্রিয় সংবাদ


























