ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত হলেন মোদি

  • আপডেট সময় : ০৪:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মর্যাদাপূর্ণ ‘মিত্র বিভূষণ’ পদকে ভূষিত করেছে শ্রীলঙ্কা সরকার। পদকটি দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মোদিকে এই পদকে দেওয়া হয় বলে পিটিআইয়ের খবরে বলা হয়েছে।

২০০৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে এই পদক প্রবর্তন করেন।

মোদির আগে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইউম এবং ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতকেও মরণোত্তর এই পদকে ভূষিত করেছিল শ্রীলঙ্কা।

কলম্বোতে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশটির প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই পদক তুলে দেন।

পদক পাওয়ার পর মোদি বলেন, ‘প্রেসিডেন্ট দিশানায়েকের কাছ থেকে শ্রীলঙ্কা মিত্র বিভূষণ পদক গ্রহণ করা আমার জন্য সম্মানের। পাশাপাশি এটি ১৪০ কোটি ভারতীয় জনগোষ্ঠীর জন্যও সম্মানের।’ নরেন্দ্র মোদি এ নিয়ে আন্তর্জাতিক ২২টি পুরস্কার পেয়েছেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ‘মিত্র বিভূষণ’ পদকের গায়ে একটি কলস আঁকা আছে। এ ছাড়া এতে ধানের পাতা দেখা যায়, যা সমৃদ্ধির লক্ষণ। এ ছাড়া এর ওপর খচিত রয়েছে ৯টি রত্ন। পদকটিতে চাঁদ ও সূর্যের ছবি রয়েছে, যা দুই দেশের সম্পর্কের ইতিহাস নির্দেশ করে। অর্থাৎ দুই দেশের সম্পর্ক অতীত থেকে বর্তমান এবং বর্তমান থেকে ভবিষ্যতে দীর্ঘদিন সৌহার্দ্যপূর্ণ থাকবে। থাইল্যান্ডে বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে গতকাল শুক্রবার রাতেই শ্রীলঙ্কায় পৌঁছান নরেন্দ্র মোদি।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত হলেন মোদি

আপডেট সময় : ০৪:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

প্রত্যাশা ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মর্যাদাপূর্ণ ‘মিত্র বিভূষণ’ পদকে ভূষিত করেছে শ্রীলঙ্কা সরকার। পদকটি দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মোদিকে এই পদকে দেওয়া হয় বলে পিটিআইয়ের খবরে বলা হয়েছে।

২০০৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে এই পদক প্রবর্তন করেন।

মোদির আগে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইউম এবং ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতকেও মরণোত্তর এই পদকে ভূষিত করেছিল শ্রীলঙ্কা।

কলম্বোতে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশটির প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই পদক তুলে দেন।

পদক পাওয়ার পর মোদি বলেন, ‘প্রেসিডেন্ট দিশানায়েকের কাছ থেকে শ্রীলঙ্কা মিত্র বিভূষণ পদক গ্রহণ করা আমার জন্য সম্মানের। পাশাপাশি এটি ১৪০ কোটি ভারতীয় জনগোষ্ঠীর জন্যও সম্মানের।’ নরেন্দ্র মোদি এ নিয়ে আন্তর্জাতিক ২২টি পুরস্কার পেয়েছেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ‘মিত্র বিভূষণ’ পদকের গায়ে একটি কলস আঁকা আছে। এ ছাড়া এতে ধানের পাতা দেখা যায়, যা সমৃদ্ধির লক্ষণ। এ ছাড়া এর ওপর খচিত রয়েছে ৯টি রত্ন। পদকটিতে চাঁদ ও সূর্যের ছবি রয়েছে, যা দুই দেশের সম্পর্কের ইতিহাস নির্দেশ করে। অর্থাৎ দুই দেশের সম্পর্ক অতীত থেকে বর্তমান এবং বর্তমান থেকে ভবিষ্যতে দীর্ঘদিন সৌহার্দ্যপূর্ণ থাকবে। থাইল্যান্ডে বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে গতকাল শুক্রবার রাতেই শ্রীলঙ্কায় পৌঁছান নরেন্দ্র মোদি।