আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসেবে তিন জনের মনোয়নপত্র গ্রহণ করেছেন দেশটির পার্লামেন্টের মহাসচিব। শ্রীলঙ্কার গণমাধ্যম সিলন টুডে জানিয়েছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) রনিল বিক্রমাসিংহকে মনোনীত করেছেন পার্লামেন্ট নেতা ক্ষমতাসীন দল শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনার (এসএলপিপি) দিনেশ গুণাবর্ধনা ও আরেক এমপি মানুষা নানায়াক্কারা আর ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) নেতা অনুরা কুমারা দেশনায়েকেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করেছেন এমপি ভিজিথা হেরাথ ও আরেক এমপি ড. হরিণি আমারাসুরিয়া। এদিকে ক্ষমতাসীন দল এসএলপিপির এমপি দুল্লাস আলাহাপেরুমাকে মনোনীত করেছেন বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা ও আরেক এমপি প্রফেসর জি. এল. পেইরিস। এর আগে মঙ্গলবার সকালে প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান সামাগি জানা বালাভিগায়া-র (এসজেবি) নেতা ও পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা প্রেমাদাসা। ‘দেশ ও জনগণের বৃহত্তর কল্যাণার্থে’ তিনি ও তার দল প্রেসিডেন্ট নির্বাচনের জন্য পার্লামেন্টের ভোটাভুটিতে আলাহাপেরুমাকে সমর্থন দেবেন বলে এক টুইটে জানিয়েছেন তিনি। এসজেবি ও পার্লামেন্টের অন্যান্য বিরোধীদলীয় অংশীদাররা এখন আলাহাপেরুমাকে সমর্থন দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। নতুন প্রেসিডেন্টে নির্বাচনের জন্য মঙ্গলবার মনোনয়ন গ্রহণ করা হচ্ছে এবং বুধবার ভোটাভুটির মধ্য দিয়ে নতুন প্রেসিডেন্ট পাবে শ্রীলঙ্কা। শেষ খবর পর্যন্ত প্রেসিডেন্ট পদের জন্য রনিল বিক্রমাসিংহে, অনুরা কুমারা দেশনায়েকে ও দুল্লাস আলাহাপেরুমা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবকিছু ঠিক থাকলে এ তিন জনের মধ্যে একজনই হবেন তীব্র অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে পড়া দ্বীপদেশটির পরবর্তী প্রেসিডেন্ট।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদের প্রার্থী ৩, সরে দাঁড়ালেন প্রেমাদাসা
জনপ্রিয় সংবাদ