প্রত্যাশা ডেস্ক : চরম অর্থনৈতিক সংকটে গণঅসন্তোষের মধ্যে শ্রীলঙ্কার ক্ষমতাসীন জোটেও ভাঙন দেখা দিয়েছে, আর তাতে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের নেতৃত্বাধীন জোট।
শ্রীলঙ্কার পত্রিকা আদাদেরনা জানিয়েছে, শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি (এসএলএফপি), শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা (এসএলপিপি), সিলোন ওয়ার্কার্স কংগ্রেসের (সিডব্লিউসি) ৪২ জন আইনপ্রণেতা গতকাল মঙ্গলবার অধিবেশনে জোট থেকে বেরিয়ে গিয়ে স্বতন্ত্র সদস্য হিসেবে দায়িত্ব পালনের ঘোষণা দেন।
বিক্ষোভের মধ্যে মন্ত্রীসভার সদস্যদের পদত্যাগের পর প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সর্বদলীয় সরকার গঠনের যে আহ্বান জানিয়েছে, তাও প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলো। তারা খোদ প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে এখন। প্রেসিডেন্ট গোটাবায়ার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের নেতৃত্বাধীন এসএলপিপির সঙ্গে শ্রীলঙ্কা ফ্রিডম পার্টিও এতদিন সরকারে ছিল। দলটির নেতা সাবেক প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা মঙ্গলবার রাজাপাকসের জোট ছাড়ার ঘোষণা দিয়ে বলেছেন, “আমাদের দল জনগণের পক্ষেই থাকবে।”
শ্রীলঙ্কার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাল রাজাপাকসের ক্ষমতাসীন জোট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ