দ্য ডেইলি মিরর : অর্থনৈতিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা। দেশটির বৈদেশিক মুদ্রা অর্জনের তৃতীয় বৃহত্তম উৎস হলো পর্যটন খাত। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এই খাত থেকে ৮৯ কোটি ডলার আয় হয়েছে। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, আগস্টে এই খাত থেকে ৬ কোটি ৭৯ লাখ ডলার উপার্জন করেছে। জুলাইয়ের উপার্জন ছিল ৮ কোটি ৫১ লাখ ডলার। জুলাই মাসে ৪৭ হাজার ২৯৩ জন পর্যটক যান সেখানে। আগস্টে এ সংখ্যা প্রায় ১০ হাজার কমেছে। তবে দেশটির পর্যটন খাতের সংশ্লিষ্টরা পর্যটকের আগমনের জন্য নানা ধরনের প্রস্তুতি নিচ্ছেন। গতকাল সোমবার শ্রীলঙ্কার গণমাধ্যম দ্য ডেইলি মিররের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। শ্রীলঙ্কার প্রবাসী আয় ও পোশাক শিল্পের পরই পর্যটন খাত থেকে বেশি আয় হয়। এ খাতের ওপর নির্ভরশীল বহু শ্রীলঙ্কান পরিবার। কিন্তু প্রায় তিন বছর করোনার কারণে দেশটিতে পর্যটক কমে যাওয়ায় মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়ে দ্বীপ রাষ্ট্রটি। এছাড়া, সরকারবিরোধী বিক্ষোভের কারণে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেওয়ায় পর্যটকের সংখ্যা আরও কমে যায়। তবে বৈশ্বিক পর্যটন খাত পুনরুজ্জীবিত হওয়া এবং শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পর্যটন খাতের অংশীদারদের যৌথ উদ্যোগে দেশটিতে পর্যটকের সংখ্যা বাড়ছে।