ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কা তাদের জাতীয় ফিল্ডিং কোচ হিসেবে অ্যান্টন রোক্সকে নিযুক্ত করল, যা কার্যকর হচ্ছে ৭ মার্চ থেকে।
দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা রোক্স নেদারল্যান্ডস পুরুষ দলের কোচ ছিলেন। এবার শ্রীলঙ্কার সব জাতীয় দল ও হাই পারফরম্যান্স সেন্টারের ফিল্ডিংয়ের দায়িত্ব নিবেন তিনি। এর আগে নটিংহ্যামশায়ার কাউন্টির সহকারী ফিল্ডিং কোচ ছিলেন।
এছাড়া নির্বাহী কমিটি ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ ও ইমার্জিং টিমগুলোতেও কোচ নিয়োগ দিয়েছে। ‘এ’ দলের প্রধান কোচ আভিষ্কা গুনাবর্দনে ও উপুল চান্দানা ফিল্ডিং কোচ। অনূর্ধ্ব-১৯ এর প্রধান কোচ হয়েছেন জিহান মুবারক ও রুয়ান কালপাগে একই দায়িত্ব পেয়েছেন ইমার্জিং টিমের।
রোক্স ছাড়া বাদবাকি সবার নিয়োগ কার্যকর হয়েছে ১ মার্চ থেকে।
শ্রীলঙ্কার নতুন ফিল্ডিং কোচ অ্যান্টন রোক্স
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ