ঢাকা ১১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

শ্রীলঙ্কার দুর্দশায় সরকারের সমালোচনায় সাঙ্গা-মাহেলা

  • আপডেট সময় : ১০:৩৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় সময়ের সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকট চলছে। দেশটির অর্থনীতি বিদেশি ঋণের বোঝায় ভেঙে পড়েছে। শ্রীলঙ্কায় চাল ও গম বিক্রি হচ্ছে মোটামুটি ২২০ টাকা ও ১৯০ টাকা কেজি দরে। একটি ডিমের দাম ৩০ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ মন্ত্রীসভার ২৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। দেশজুড়ে চলছে সাধারণ মানুষের প্রতিবাদ। সেই প্রতিবাদকারীদের ওপর হামলাও করা হচ্ছে। এমন সংকটময় পরিস্থিতিতে মুখ খুললেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। বর্তমানে আইপিএলে বিভিন্ন দলের কোচিং স্টাফে যুক্ত আছেন শ্রীলঙ্কার তিন কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে এবং লাসিথ মালিঙ্গা। বিদেশে থেকেও দেশের জন্য তাদের মন কাঁদছে। সাঙ্গাকারা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শ্রীলঙ্কা সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। খাবারের মানুষ যেভাবে সংগ্রাম চালাচ্ছেন তা দেখে আমি অত্যন্ত ব্যথিত। প্রতিদিন মানুষের কষ্ট আরও বেড়ে যাচ্ছে। (রাষ্ট্রনেতাদের বলছি) মানুষকে শত্রু মনে করবেন না। মানুষের ভবিষ্যত সুরক্ষিত রাখা আপনাদের কর্তব্য।’
সরকারের বিরুদ্ধে প্রতিবাদরত ছাত্রদের ওপর গতকাল জলকামান ব্যবহার করেছে শ্রীলঙ্কার পুলিশ। এই ঘটনায় সরকারের সমালোচনা করে ইনস্টাগ্রামে মাহেলা জয়াবর্ধনে লিখেছেন, ‘শ্রীলঙ্কায় কারফিউ এবং জরুরি অবস্থা দেখে আমি খুবই হতাশ। সরকার কখনই দেশের মানুষের প্রয়োজনীয়তাকে অগ্রাহ্য করতে পারে না। মানুষের অধিকার আছে প্রতিবাদ করার। এই সমস্যা মানুষের তৈরি করা। যোগ্য মানুষই এর সমাধান করতে পারবে। এখন দোষারোপ না করে এক হয়ে সমস্যার সমাধানের চেষ্টা করা দরকার।’ জনতার প্রতিবাদের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সাবেক গতি তারকা লাসিথ মালিঙ্গা লিখেছেন, ‘আমি শ্রীলঙ্কার মানুষের পাশে আছি।’ সাবেকদের পাশাপাশি শ্রীলঙ্কার বর্তমান ক্রিকেটাররাও দেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন। হাসারাঙ্গা ডিসিলভা সোশ্যাল সাইটে লিখেছেন, ‘একসঙ্গে থাকলেই আমরা শক্তিশালী হতে পারব।’ আইপিএলে থাকা ভানুকা রাজাপক্ষে লিখেছেন, ‘এতদূর থেকেও আমি বুঝতে পারছি দেশের মানুষ কেমন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। নাগরিকদের ন্যূনতম অধিকারও কেড়ে নেওয়া হয়েছে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শ্রীলঙ্কার দুর্দশায় সরকারের সমালোচনায় সাঙ্গা-মাহেলা

আপডেট সময় : ১০:৩৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২

ক্রীড়া ডেস্ক : এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় সময়ের সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকট চলছে। দেশটির অর্থনীতি বিদেশি ঋণের বোঝায় ভেঙে পড়েছে। শ্রীলঙ্কায় চাল ও গম বিক্রি হচ্ছে মোটামুটি ২২০ টাকা ও ১৯০ টাকা কেজি দরে। একটি ডিমের দাম ৩০ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ মন্ত্রীসভার ২৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। দেশজুড়ে চলছে সাধারণ মানুষের প্রতিবাদ। সেই প্রতিবাদকারীদের ওপর হামলাও করা হচ্ছে। এমন সংকটময় পরিস্থিতিতে মুখ খুললেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। বর্তমানে আইপিএলে বিভিন্ন দলের কোচিং স্টাফে যুক্ত আছেন শ্রীলঙ্কার তিন কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে এবং লাসিথ মালিঙ্গা। বিদেশে থেকেও দেশের জন্য তাদের মন কাঁদছে। সাঙ্গাকারা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শ্রীলঙ্কা সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। খাবারের মানুষ যেভাবে সংগ্রাম চালাচ্ছেন তা দেখে আমি অত্যন্ত ব্যথিত। প্রতিদিন মানুষের কষ্ট আরও বেড়ে যাচ্ছে। (রাষ্ট্রনেতাদের বলছি) মানুষকে শত্রু মনে করবেন না। মানুষের ভবিষ্যত সুরক্ষিত রাখা আপনাদের কর্তব্য।’
সরকারের বিরুদ্ধে প্রতিবাদরত ছাত্রদের ওপর গতকাল জলকামান ব্যবহার করেছে শ্রীলঙ্কার পুলিশ। এই ঘটনায় সরকারের সমালোচনা করে ইনস্টাগ্রামে মাহেলা জয়াবর্ধনে লিখেছেন, ‘শ্রীলঙ্কায় কারফিউ এবং জরুরি অবস্থা দেখে আমি খুবই হতাশ। সরকার কখনই দেশের মানুষের প্রয়োজনীয়তাকে অগ্রাহ্য করতে পারে না। মানুষের অধিকার আছে প্রতিবাদ করার। এই সমস্যা মানুষের তৈরি করা। যোগ্য মানুষই এর সমাধান করতে পারবে। এখন দোষারোপ না করে এক হয়ে সমস্যার সমাধানের চেষ্টা করা দরকার।’ জনতার প্রতিবাদের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সাবেক গতি তারকা লাসিথ মালিঙ্গা লিখেছেন, ‘আমি শ্রীলঙ্কার মানুষের পাশে আছি।’ সাবেকদের পাশাপাশি শ্রীলঙ্কার বর্তমান ক্রিকেটাররাও দেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন। হাসারাঙ্গা ডিসিলভা সোশ্যাল সাইটে লিখেছেন, ‘একসঙ্গে থাকলেই আমরা শক্তিশালী হতে পারব।’ আইপিএলে থাকা ভানুকা রাজাপক্ষে লিখেছেন, ‘এতদূর থেকেও আমি বুঝতে পারছি দেশের মানুষ কেমন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। নাগরিকদের ন্যূনতম অধিকারও কেড়ে নেওয়া হয়েছে।’