ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

শ্রীলঙ্কাকে ৬০ কোটি ডলার দিতে রাজি বিশ্ব ব্যাংক

  • আপডেট সময় : ০১:৫৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : অত্যাবশ্যকীয় পণ্যের আমদানি ব্যয় মেটাতে আর্থিক সহায়তা হিসেবে শ্রীলঙ্কাকে ৬০ কোটি ডলার দিতে রাজি হয়েছে বিশ্ব ব্যাংক।
এই সহায়তার ৪০ কোটি ডলার বিশ্ব ব্যাংক ‘দ্রুতই’ ছাড় করার প্রতিশ্রুতি দিয়েছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দপ্তর। সেখানে বলা হয়, বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে শ্রীলঙ্কায় সহযোগিতা অব্যাহত রাখার কথাও বলেছে বিশ্ব ব্যাংক।
রয়টার্স লিখেছে, মহামারীর প্রভাব, সরকারি তহবিল পরিচালনায় অদক্ষতা এবং তেলের দাম বেড়ে যাওয়ায় বিদেশি মুদ্রার রিজার্ভ ঘাটতি ভারত মহাসাগরের দ্বীপদেশটিতে ভয়াবহ অর্থনৈতিক সংকট নিয়ে এসেছে। এ মাসের শুরুতে আর্থিক সহায়তা পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আলোচনা শুরু করে শ্রীলঙ্কা। এছাড়া তারা আরও কয়েকটি দেশ ও বহুজাতিক সংস্থার কাছেও আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটি।
ভারত ইতোমধ্যে শ্রীলঙ্কাকে ১৯০ কোটি ডলার দিয়েছে। জ্বালানিসহ নিত্যপণ্য আমদানির জন্য আরও ১৫০ কোটি ডলারের তহবিল পেতে দিল্লির সঙ্গে কথা বলছে কলম্বো। এছাড়া চীনের কাছ থেকে ১০০ কোটি ডলারের একটি সিন্ডিকেটেড ঋণ পাওয়ার জন্যও আলোচনা চালিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশটি। শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলি সাবরি বলেন, কলম্বো এশীয় উন্নয়ন ব্যাংকের কাছেও সহায়তা চাইতে পারে। অর্থনৈতিক সংকট ও বিদেশি মুদ্রার মজুদ তলানিতে থাকায় এ মাসের শুরুতে কিছু বিদেশি ঋণের কিস্তি পরিশোধ স্থগিত ঘোষণা করে শ্রীলঙ্কা। সরকারের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি, রান্নার গ্যাস ও ওষুধ আমদানির মত অপরিহার্য নিত্যপণ্য আমদানির ব্যয় মেটাতে ঋণের কিস্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিয়ম না মেনে সাবেক প্রধানমন্ত্রীর দফতরের ১৫ গাড়িচালকের নামে ঝিলমিলে প্লট বরাদ্দ

শ্রীলঙ্কাকে ৬০ কোটি ডলার দিতে রাজি বিশ্ব ব্যাংক

আপডেট সময় : ০১:৫৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : অত্যাবশ্যকীয় পণ্যের আমদানি ব্যয় মেটাতে আর্থিক সহায়তা হিসেবে শ্রীলঙ্কাকে ৬০ কোটি ডলার দিতে রাজি হয়েছে বিশ্ব ব্যাংক।
এই সহায়তার ৪০ কোটি ডলার বিশ্ব ব্যাংক ‘দ্রুতই’ ছাড় করার প্রতিশ্রুতি দিয়েছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দপ্তর। সেখানে বলা হয়, বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে শ্রীলঙ্কায় সহযোগিতা অব্যাহত রাখার কথাও বলেছে বিশ্ব ব্যাংক।
রয়টার্স লিখেছে, মহামারীর প্রভাব, সরকারি তহবিল পরিচালনায় অদক্ষতা এবং তেলের দাম বেড়ে যাওয়ায় বিদেশি মুদ্রার রিজার্ভ ঘাটতি ভারত মহাসাগরের দ্বীপদেশটিতে ভয়াবহ অর্থনৈতিক সংকট নিয়ে এসেছে। এ মাসের শুরুতে আর্থিক সহায়তা পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আলোচনা শুরু করে শ্রীলঙ্কা। এছাড়া তারা আরও কয়েকটি দেশ ও বহুজাতিক সংস্থার কাছেও আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটি।
ভারত ইতোমধ্যে শ্রীলঙ্কাকে ১৯০ কোটি ডলার দিয়েছে। জ্বালানিসহ নিত্যপণ্য আমদানির জন্য আরও ১৫০ কোটি ডলারের তহবিল পেতে দিল্লির সঙ্গে কথা বলছে কলম্বো। এছাড়া চীনের কাছ থেকে ১০০ কোটি ডলারের একটি সিন্ডিকেটেড ঋণ পাওয়ার জন্যও আলোচনা চালিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশটি। শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলি সাবরি বলেন, কলম্বো এশীয় উন্নয়ন ব্যাংকের কাছেও সহায়তা চাইতে পারে। অর্থনৈতিক সংকট ও বিদেশি মুদ্রার মজুদ তলানিতে থাকায় এ মাসের শুরুতে কিছু বিদেশি ঋণের কিস্তি পরিশোধ স্থগিত ঘোষণা করে শ্রীলঙ্কা। সরকারের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি, রান্নার গ্যাস ও ওষুধ আমদানির মত অপরিহার্য নিত্যপণ্য আমদানির ব্যয় মেটাতে ঋণের কিস্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।