ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

শ্রীলঙ্কাকে হোয়াটওয়াশের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া

  • আপডেট সময় : ০৮:২৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বিশাল লিড নেওয়ার শক্ত ভিত পেয়েও কাজে লাগাতে পারেনি অস্ট্রেলিয়া। প্রাবাথ জায়াসুরিয়ার চমৎকার বোলিংয়ে দিনের শুরুতে ব্যাটিং ধসে পড়ে তারা। তারপরও অবশ্য স্বস্তিতে নেই শ্রীলঙ্কা, পরে ফের ব্যাটিংয়ে নামা দলটিকে চেপে ধরেন ম্যাথু কুনেমান ও ন্যাথান লায়ন। দুই স্পিনারের চমৎকার বোলিংয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার ছবি আঁকছে সফরকারীরা। গলে শনিবার ৩ উইকেটে ৩০৩ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৪১৪ রানে গুটিয়ে যায়। ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা।

তৃতীয় দিন শেষে তাদের রান ৮ উইকেটে ২১১। ২ উইকেট হাতে নিয়ে কেবল ৫৪ রানে এগিয়ে আছে লঙ্কানরা। এতে আরেকটি জয়ের স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টেস্টে স্টিভেন স্মিথের দল জিতেছিল রেকর্ড ইনিংস ও ২৪২ রানে। এই ম্যাচ জিতলে ২০ বছর পর শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করবে অস্ট্রেলিয়া। সবশেষ এই কীর্তি গড়েছিল তারা ২০০৪ সালে, জিতেছিল ৩ টেস্টের সবগুলো। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার কুনেমান এবার এরই মধ্যে ধরেছেন ৪ শিকার। এখন পর্যন্ত দুই ইনিংসে তিনটি করে প্রাপ্তি অভিজ্ঞ অফ স্পিনার লায়নের। দিনের শুরুটা অবশ্য ছিল লঙ্কান স্পিনারদের। জায়াসুরিয়া, রামেশ মেন্ডিস, নিশান পেইরিসের ঘূর্ণিতে ৬৪ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। ৩ উইকেট নেন পেইরিস, দুই শিকার ধরেন রামেশ।

১৫১ রান খরচায় ৫ উইকেট নেন জায়াসুরিয়া। ২০ টেস্টের ক্যারিয়ারে বাঁহাতি এই স্পিনার পাঁচ উইকেটের স্বাদ পেলেন ১১ বার। দুই সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথ ও অ্যালেক্স কেয়ারির জুটি এদিন যোগ করতে পারে কেবল ২০ রান। দিনের পঞ্চম ওভারে স্মিথকে কট বিহাইন্ড করে ২৫৯ রানের জুটি ভাঙেন জায়াসুরিয়া। ১ ছক্কা ও ১০ চারে ১৩১ রান করেন স্মিথ। এক বল পরে জশ ইংলিসকে বোল্ড করে দেন জায়াসুরিয়া। ১৩৯ রান নিয়ে খেলতে নামা কেয়ারি দেড়শ স্পর্শ করেন ১৭৫ বলে। তার ২ ছক্কা ও ১৫ চারে গড়া ১৫৬ রানের চমৎকার ইনিংস থামে জায়াসুরিয়াকে সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে। শ্রীলঙ্কার মাটিতে দেড়শ ছোঁয়া প্রথম অস্ট্রেলিয়ান কিপার-ব্যাটসম্যান কেয়ারি। ২০০৪ সালে ক্যান্ডিতে আগের সর্বোচ্চ ১৪৪ রান করেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। এরপর আর বেশিদূর এগোয়নি অস্ট্রেলিয়ার ইনিংস। বাউ ওয়েবস্টারের ৩১ রানের ইনিংসে চারশ পার করে তারা।

দ্বিতীয় ইনিংসে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা; ৩৯ রানে হারিয়ে ফেলে টপ অর্ডারের তিনজনকে। পাথুম নিসাঙ্কার (২ চারে ৮) স্টাম্প ভেঙে দেন কুনেমান। তার স্পিনেই কট বিহাইন্ড হন ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংস খেলতে নামা দিমুথ কারুনারাত্নে (১ চারে ১৪)। লায়নের শিকার দিনেশ চান্দিমাল (১ চারে ১২)। কামিন্দু মেন্ডিসকেও টিকতে দেননি লায়ন। কুনেমানের বলে স্লিপে স্মিথের দারুণ ক্যাচে ২৩ রানে বিদায় নেন অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে ধৈর্যশীল ব্যাটিংয়ে এক প্রান্ত আগলে রাখেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। আরেক প্রান্তে দ্রুত রান বাড়ান কুসাল মেন্ডিস। জমে ওঠে তাদের জুটি। কিন্তু, লায়নকে সুইপ করে বিপদ ডেকে আনেন ম্যাথিউস। ফাইন লেগে ওয়েবস্টারের দারুণ ক্যাচে শেষ হয় তার ১ ছক্কা ও ৪টি চারে সাজানো ৭৬ রানের ইনিংস। পেস বোলিংয়ের পাশাপাশি অফ স্পিন করতে পারেন অলরাউন্ডার ওয়েবস্টার। শ্রীলঙ্কায় উইকেটের আচরণ দেখে স্পিন বোলিং করতে এসে চতুর্থ বলেই সাফল্য পান তিনি। তার বলে শর্ট লেগে রামেশের দারুণ ক্যাচ নেন ট্রাভিস হেড। কুনেমানের বলে জায়াসুরিয়ার বিদায়ে শেষ হয় দিনের খেলা। দারুণ এক জয়ের স্বপ্ন নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। তাদের সামনে এখনও বাধা হয়ে থাকা মেন্ডিস ১ ছক্কা ও ৫ চারে ৫০ বলে খেলছেন ৪৮ রানে।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৫৭
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১০৬.৪ ওভারে ৪১৪ (আগের দিন ৩৩০/৩) (স্মিথ ১৩১, কেয়ারি ১৫৬, ইংলিস ০, ওয়েবস্টার ৩১, কনোলি ৪, স্টার্ক ৮, লায়ন ২*, কুনেমান ৬; কুমারা ৭-১-৩৭-০, ধানাঞ্জায়া ৫-০-১৮-০, পেইরিস ৩১-৪-৯৪-৩, জায়াসুরিয়া ৩৮-৬-১৫১-৫, রামেশ ২২.৪-০-৮১-২, কামিন্দু ৩-০-১৮-০)
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৬২.১ ওভারে ২১১/৮ (নিসাঙ্কা ৮, কারুনারাত্নে ১৪, চান্দিমাল ১২, ম্যাথিউস ৭৬, কামিন্দু ১৪, ধানাঞ্জায়া ২৩, মেন্ডিস ৪৮*, রামেশ ০, জায়াসুরিয়া ৬; স্টার্ক ৪-০-২২-০, কুনেমান ২০.১-৪-৫২-৪, হেড ৯-০-৩৩-০, লায়ন ২৫-২-৮০-৩, কনোলি ২-০-৯-০, ওয়েবস্টার ২-০-৬-১)

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশ নিয়ে নতুন ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা: ফখরুল

শ্রীলঙ্কাকে হোয়াটওয়াশের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০৮:২৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: বিশাল লিড নেওয়ার শক্ত ভিত পেয়েও কাজে লাগাতে পারেনি অস্ট্রেলিয়া। প্রাবাথ জায়াসুরিয়ার চমৎকার বোলিংয়ে দিনের শুরুতে ব্যাটিং ধসে পড়ে তারা। তারপরও অবশ্য স্বস্তিতে নেই শ্রীলঙ্কা, পরে ফের ব্যাটিংয়ে নামা দলটিকে চেপে ধরেন ম্যাথু কুনেমান ও ন্যাথান লায়ন। দুই স্পিনারের চমৎকার বোলিংয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার ছবি আঁকছে সফরকারীরা। গলে শনিবার ৩ উইকেটে ৩০৩ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৪১৪ রানে গুটিয়ে যায়। ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা।

তৃতীয় দিন শেষে তাদের রান ৮ উইকেটে ২১১। ২ উইকেট হাতে নিয়ে কেবল ৫৪ রানে এগিয়ে আছে লঙ্কানরা। এতে আরেকটি জয়ের স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টেস্টে স্টিভেন স্মিথের দল জিতেছিল রেকর্ড ইনিংস ও ২৪২ রানে। এই ম্যাচ জিতলে ২০ বছর পর শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করবে অস্ট্রেলিয়া। সবশেষ এই কীর্তি গড়েছিল তারা ২০০৪ সালে, জিতেছিল ৩ টেস্টের সবগুলো। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার কুনেমান এবার এরই মধ্যে ধরেছেন ৪ শিকার। এখন পর্যন্ত দুই ইনিংসে তিনটি করে প্রাপ্তি অভিজ্ঞ অফ স্পিনার লায়নের। দিনের শুরুটা অবশ্য ছিল লঙ্কান স্পিনারদের। জায়াসুরিয়া, রামেশ মেন্ডিস, নিশান পেইরিসের ঘূর্ণিতে ৬৪ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। ৩ উইকেট নেন পেইরিস, দুই শিকার ধরেন রামেশ।

১৫১ রান খরচায় ৫ উইকেট নেন জায়াসুরিয়া। ২০ টেস্টের ক্যারিয়ারে বাঁহাতি এই স্পিনার পাঁচ উইকেটের স্বাদ পেলেন ১১ বার। দুই সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথ ও অ্যালেক্স কেয়ারির জুটি এদিন যোগ করতে পারে কেবল ২০ রান। দিনের পঞ্চম ওভারে স্মিথকে কট বিহাইন্ড করে ২৫৯ রানের জুটি ভাঙেন জায়াসুরিয়া। ১ ছক্কা ও ১০ চারে ১৩১ রান করেন স্মিথ। এক বল পরে জশ ইংলিসকে বোল্ড করে দেন জায়াসুরিয়া। ১৩৯ রান নিয়ে খেলতে নামা কেয়ারি দেড়শ স্পর্শ করেন ১৭৫ বলে। তার ২ ছক্কা ও ১৫ চারে গড়া ১৫৬ রানের চমৎকার ইনিংস থামে জায়াসুরিয়াকে সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে। শ্রীলঙ্কার মাটিতে দেড়শ ছোঁয়া প্রথম অস্ট্রেলিয়ান কিপার-ব্যাটসম্যান কেয়ারি। ২০০৪ সালে ক্যান্ডিতে আগের সর্বোচ্চ ১৪৪ রান করেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। এরপর আর বেশিদূর এগোয়নি অস্ট্রেলিয়ার ইনিংস। বাউ ওয়েবস্টারের ৩১ রানের ইনিংসে চারশ পার করে তারা।

দ্বিতীয় ইনিংসে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা; ৩৯ রানে হারিয়ে ফেলে টপ অর্ডারের তিনজনকে। পাথুম নিসাঙ্কার (২ চারে ৮) স্টাম্প ভেঙে দেন কুনেমান। তার স্পিনেই কট বিহাইন্ড হন ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংস খেলতে নামা দিমুথ কারুনারাত্নে (১ চারে ১৪)। লায়নের শিকার দিনেশ চান্দিমাল (১ চারে ১২)। কামিন্দু মেন্ডিসকেও টিকতে দেননি লায়ন। কুনেমানের বলে স্লিপে স্মিথের দারুণ ক্যাচে ২৩ রানে বিদায় নেন অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে ধৈর্যশীল ব্যাটিংয়ে এক প্রান্ত আগলে রাখেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। আরেক প্রান্তে দ্রুত রান বাড়ান কুসাল মেন্ডিস। জমে ওঠে তাদের জুটি। কিন্তু, লায়নকে সুইপ করে বিপদ ডেকে আনেন ম্যাথিউস। ফাইন লেগে ওয়েবস্টারের দারুণ ক্যাচে শেষ হয় তার ১ ছক্কা ও ৪টি চারে সাজানো ৭৬ রানের ইনিংস। পেস বোলিংয়ের পাশাপাশি অফ স্পিন করতে পারেন অলরাউন্ডার ওয়েবস্টার। শ্রীলঙ্কায় উইকেটের আচরণ দেখে স্পিন বোলিং করতে এসে চতুর্থ বলেই সাফল্য পান তিনি। তার বলে শর্ট লেগে রামেশের দারুণ ক্যাচ নেন ট্রাভিস হেড। কুনেমানের বলে জায়াসুরিয়ার বিদায়ে শেষ হয় দিনের খেলা। দারুণ এক জয়ের স্বপ্ন নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। তাদের সামনে এখনও বাধা হয়ে থাকা মেন্ডিস ১ ছক্কা ও ৫ চারে ৫০ বলে খেলছেন ৪৮ রানে।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৫৭
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১০৬.৪ ওভারে ৪১৪ (আগের দিন ৩৩০/৩) (স্মিথ ১৩১, কেয়ারি ১৫৬, ইংলিস ০, ওয়েবস্টার ৩১, কনোলি ৪, স্টার্ক ৮, লায়ন ২*, কুনেমান ৬; কুমারা ৭-১-৩৭-০, ধানাঞ্জায়া ৫-০-১৮-০, পেইরিস ৩১-৪-৯৪-৩, জায়াসুরিয়া ৩৮-৬-১৫১-৫, রামেশ ২২.৪-০-৮১-২, কামিন্দু ৩-০-১৮-০)
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৬২.১ ওভারে ২১১/৮ (নিসাঙ্কা ৮, কারুনারাত্নে ১৪, চান্দিমাল ১২, ম্যাথিউস ৭৬, কামিন্দু ১৪, ধানাঞ্জায়া ২৩, মেন্ডিস ৪৮*, রামেশ ০, জায়াসুরিয়া ৬; স্টার্ক ৪-০-২২-০, কুনেমান ২০.১-৪-৫২-৪, হেড ৯-০-৩৩-০, লায়ন ২৫-২-৮০-৩, কনোলি ২-০-৯-০, ওয়েবস্টার ২-০-৬-১)