ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

শ্রীরামের অধীনে ক্যাম্প করবে বাংলাদেশ

  • আপডেট সময় : ০২:৩২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টিতে ব্যর্থতার ভরাডুবি যেন কাটছেই না। ১৫ ম্যাচের মাত্র দুইটিতে জিতে এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। এরপর এই টুর্নামেন্টে খেলতে গিয়েও হারতে হয় আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে। বিদায় নিতে হয়েছে সুপার ফোরের আগেই।
এশিয়া কাপের শোক বেশিদিন বয়ে বেড়ানোর সময়ও খুব একটা নেই। মাস খানেক পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে হবে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজ ও টুর্নামেন্টের আগে ঢাকায় প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। যেখানে থাকবেন নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম। এ নিয়ে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘১১ সেপ্টেম্বর শ্রীরাম চলে আসবে। স্থানীয় কোচদের নিয়ে বিশেষ করে ব্যাটার ও পেসারদের জন্য একটি শিবির করবে সে। তাদের নিয়ে ওর কিছু কাজ আছে। আবার কিছু খেলোয়াড়কে ওর দেখারও ব্যাপার আছে। ওদের সে দেখবে।’ ‘এশিয়া কাপে চলে এসেছিল বলে খেলোয়াড়দের দেখার সুযোগ সে পায়নি। সে জন্য তিন দিন নতুন খেলোয়াড়দের দেখতে চাচ্ছে, আমাদের তালিকায় যারা আছে। কিছুদিন আগেই ছিল কিন্তু এখন দলে নেই, এ রকম খেলোয়াড়দের সে দেখতে চাচ্ছে।’ আগামী ১৫ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময়। এর আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের জন্য স্কোয়াড জানাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিয়ম না মেনে সাবেক প্রধানমন্ত্রীর দফতরের ১৫ গাড়িচালকের নামে ঝিলমিলে প্লট বরাদ্দ

শ্রীরামের অধীনে ক্যাম্প করবে বাংলাদেশ

আপডেট সময় : ০২:৩২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টিতে ব্যর্থতার ভরাডুবি যেন কাটছেই না। ১৫ ম্যাচের মাত্র দুইটিতে জিতে এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। এরপর এই টুর্নামেন্টে খেলতে গিয়েও হারতে হয় আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে। বিদায় নিতে হয়েছে সুপার ফোরের আগেই।
এশিয়া কাপের শোক বেশিদিন বয়ে বেড়ানোর সময়ও খুব একটা নেই। মাস খানেক পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে হবে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজ ও টুর্নামেন্টের আগে ঢাকায় প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। যেখানে থাকবেন নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম। এ নিয়ে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘১১ সেপ্টেম্বর শ্রীরাম চলে আসবে। স্থানীয় কোচদের নিয়ে বিশেষ করে ব্যাটার ও পেসারদের জন্য একটি শিবির করবে সে। তাদের নিয়ে ওর কিছু কাজ আছে। আবার কিছু খেলোয়াড়কে ওর দেখারও ব্যাপার আছে। ওদের সে দেখবে।’ ‘এশিয়া কাপে চলে এসেছিল বলে খেলোয়াড়দের দেখার সুযোগ সে পায়নি। সে জন্য তিন দিন নতুন খেলোয়াড়দের দেখতে চাচ্ছে, আমাদের তালিকায় যারা আছে। কিছুদিন আগেই ছিল কিন্তু এখন দলে নেই, এ রকম খেলোয়াড়দের সে দেখতে চাচ্ছে।’ আগামী ১৫ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময়। এর আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের জন্য স্কোয়াড জানাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।