মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানে টিলা ধসে চার চা শ্রমিকের প্রাণ গেছে। জীবনমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরির দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতির মধ্যেই মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটলো।
মৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে মৃতরা সবাই চা বাগানের শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। শ্রীমঙ্গল থানার ওসি হুমায়ূন কবীর বলেন, “ ঘর লেপার মাটি আনার জন্য বেলা ১২টার দিকে একদল চা শ্রমিক ওই বাগানের উড়িষ্যা টিলায় যান। তারা মাটি তোলার জন্য পাহাড়ের খোড়লে প্রবেশ করেন। এ সময় ধস নামলে চারজন চাপা পড়েন। “পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
শ্রীমঙ্গলে টিলা ধসে ৪ চা শ্রমিকের মৃত্যু
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ