আব্দুস সালাম রানা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) আকস্মিক অভিযান পরিচালনা করেছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে দুদক গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করেন।
দুদকের কর্মকর্তারা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেবা গ্রহণে আসা রোগী, স্বজন ও স্বাস্থ্যসেবা কর্মীদের সঙ্গে কথা বলেন এবং নথিপত্র যাচাই-বাছাই করেন।
অভিযানকালে তারা অনিয়ম দুর্নীতির চিত্র পেয়েছেন বলে সাংবাদিকদের জানান।
গাজীপুর জেলা দুদকের উপ- সহকারী পরিচালক এনামুল হক জানান, স্বাস্থ্যসেবায় অনিয়ম, দালালচক্রের কর্মকাণ্ড, রোগী ভোগান্তি এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেশ কিছু অনিয়নের চিত্র পাওয়া গেছে। তার মধ্যে খাবার ও ঔষধ সরবরাহ অন্যতম।
অভিযান শেষে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে স্বচ্ছতা নিশ্চিত ও সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন দুদক টিমের কর্মকর্তারা।
সানা/ওআ/আপ্র/১০/১২/২০২৫






















