ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
কারখানা গেইটে তালা দিয়ে কর্তৃপক্ষের পলায়ন

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট সময় : ০৬:২৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

ছবি আজকের প্রত্যাশা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে কারখানা গেইটের সামনে বিক্ষোভ করছে শ্রমিকেরা। কারখানা কর্তৃপক্ষ প্রধান গেইটে তালা দিয়ে বিকল্প পথে পালিয়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে শিল্প ও থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে ক্যাটেক্স ফ্যাশন ক্লোথিং লিমিটেড কারখানায় এই ঘটনাটি ঘটেছে।

কারখানার নারী শ্রমিক মিনারা আক্তার বলেন, ‘অক্টোবর ও নভেম্বর মাসের বেতন পরিশোধ করে নাই। এক মাসের বেতন না পেলে আমাদের চলা খুবই কঠিন হয়। আমাদের নাওয়া-খাওয়া বন্ধ থাকে। আর সেখানে দুই মাসের বেতনভাতা বকেয়া রয়েছে। আজ সকালে শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করলে কারখানা কর্তৃপক্ষ পালিয়ে যায়।’

কারখানার শ্রমিক মিন্টু মিয়া বলেন, ‘এই কারখানায় আমি তিন বছর ধরে চাকরি করছি। আমাদের বেতনের বাইরে কোনো সুযোগ-সুবিধা দিচ্ছে না। তবু পেটের দায়ে চাকরি করি। দুই মাসের বেতন বকেয়া। আমাদের তো পেট আছে, সন্তান-সংসার আছে। এক মাস দোকান বাকি পরিশোধ করতে না পারলে পরের মাসে আর দোকানি বাকি দেয় না। আমরা কী অবস্থায় আছি, একবার ভাবুন। বেতন পরিশোধ না করে তারা পালিয়ে গেছে।’

এ খবর লেখা পর্যন্ত কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সানা/ওআ/আপ্র/১০/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কারখানা গেইটে তালা দিয়ে কর্তৃপক্ষের পলায়ন

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় : ০৬:২৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে কারখানা গেইটের সামনে বিক্ষোভ করছে শ্রমিকেরা। কারখানা কর্তৃপক্ষ প্রধান গেইটে তালা দিয়ে বিকল্প পথে পালিয়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে শিল্প ও থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে ক্যাটেক্স ফ্যাশন ক্লোথিং লিমিটেড কারখানায় এই ঘটনাটি ঘটেছে।

কারখানার নারী শ্রমিক মিনারা আক্তার বলেন, ‘অক্টোবর ও নভেম্বর মাসের বেতন পরিশোধ করে নাই। এক মাসের বেতন না পেলে আমাদের চলা খুবই কঠিন হয়। আমাদের নাওয়া-খাওয়া বন্ধ থাকে। আর সেখানে দুই মাসের বেতনভাতা বকেয়া রয়েছে। আজ সকালে শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করলে কারখানা কর্তৃপক্ষ পালিয়ে যায়।’

কারখানার শ্রমিক মিন্টু মিয়া বলেন, ‘এই কারখানায় আমি তিন বছর ধরে চাকরি করছি। আমাদের বেতনের বাইরে কোনো সুযোগ-সুবিধা দিচ্ছে না। তবু পেটের দায়ে চাকরি করি। দুই মাসের বেতন বকেয়া। আমাদের তো পেট আছে, সন্তান-সংসার আছে। এক মাস দোকান বাকি পরিশোধ করতে না পারলে পরের মাসে আর দোকানি বাকি দেয় না। আমরা কী অবস্থায় আছি, একবার ভাবুন। বেতন পরিশোধ না করে তারা পালিয়ে গেছে।’

এ খবর লেখা পর্যন্ত কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সানা/ওআ/আপ্র/১০/১২/২০২৫